এই বছর জাপানে ১০০ পূর্ণ করছেন ৩০ হাজার মানুষ

মানুষের গড় আয়ু কত? ষাট থেকে সত্তর? সারা বিশ্ব সমর্থন করলেও জাপানিরা কিন্তু মোটেও মানতে রাজি হবেন না। কারণ শুধু এই বছরেই জাপানে ১০০ বছর পূর্ণ করছেন ৩০ হাজার জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১৫:৫৮
Share:

মানুষের গড় আয়ু কত? ষাট থেকে সত্তর? সারা বিশ্ব সমর্থন করলেও জাপানিরা কিন্তু মোটেও মানতে রাজি হবেন না। কারণ শুধু এই বছরেই জাপানে ১০০ বছর পূর্ণ করছেন ৩০ হাজার জন। শতায়ু হওয়ার তালিকায় জাপান এখন বিশ্বে এক নম্বরে। সে দেশে শতায়ু মানুষের সংখ্যা ৬১ হাজার!

Advertisement

শতায়ু মানুষ জাপানে এতই বেশি যে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিনটিকে সিনিয়রস ডে হিসেবে পালিত হয়। এই দিন জাপানে জাতীয় ছুটির দিন। তবে সবচেয়ে বড় ব্যাপার জাপানে ক্রমশই বাড়ছে মানুষের আয়ু, বাড়ছে শতায়ুর সংখ্যা। ১৯৬৩-তে জাপানে শতায়ুর সংখ্যা ছিল ১৫৩ জন। ১৯৯৮-তে এই সংখ্যা ছিল ১০ হাজার। আর এখন শতায়ুর সংখ্যা ৬১ হাজার ৫৬৮ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement