তিকরিতে হত ৩১

আত্মঘাতী হামলায় আবারও জেরবার ইরাকি শহর তিকরিত। স্থানীয় সময় বুধবার সকালে এখানে হামলা চালায় অন্তত ৩ জঙ্গি। নিহত ৩১, আহত অন্তত ৪২। এখনও কেউ দায় না নিলেও, হামলার পিছনে আইএসের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:৩৮
Share:

আত্মঘাতী হামলায় আবারও জেরবার ইরাকি শহর তিকরিত। স্থানীয় সময় বুধবার সকালে এখানে হামলা চালায় অন্তত ৩ জঙ্গি। নিহত ৩১, আহত অন্তত ৪২। এখনও কেউ দায় না নিলেও, হামলার পিছনে আইএসের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। ২০১৪-র শুরুতে তিকরিতের দখল নেয় আইএস। বছরের শেষে সরকারি বাহিনী তা পুনর্দখল করলেও, এখনও শহরের বেশ কিছু এলাকায় তারা ঘাঁটি গেড়ে রয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement