International

গাড়িতে অসহায় শিশু, ড্রাগ খেয়ে বেহুঁশ ঠাকুমা আর বয়ফ্রেন্ড

অবাক চোখে তাকিয়ে থাকা লিসবনের এই শিশুর পাশে তাঁর আপন জন থাকলেও সে খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছিল সেই সময়! কী করবে বুঝে উঠতে পারছিল না! যাঁদের ভরসায় সে গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিল, সেই ঠাকুমা আর তাঁর বয়ফ্রেন্ড আশপাশের সব কিছু বেমালুম ভুলে গিয়ে নেশায় আচ্ছন্ন হয়ে এলিয়ে গিয়ে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন গাড়ির সিটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৫
Share:

ছবি-এপি।

অবাক চোখে তাকিয়ে থাকা লিসবনের এই শিশুর পাশে তাঁর আপন জন থাকলেও সে খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছিল সেই সময়! কী করবে বুঝে উঠতে পারছিল না! যাঁদের ভরসায় সে গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিল, সেই ঠাকুমা আর তাঁর বয়ফ্রেন্ড আশপাশের সব কিছু বেমালুম ভুলে গিয়ে নেশায় আচ্ছন্ন হয়ে এলিয়ে গিয়ে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন গাড়ির সিটে। গাড়ির দরজাটা খোলা।

Advertisement

কিংকর্তব্যবিমূঢ় শিশুটি কী করবে, বুঝে উঠতে পারছিল না। সে অচৈতন্য ঠাকুমাকে ফেলে রেখে গাড়ির খোলা দরজা দিয়ে নেমে বেরিয়ে যেতেও পারেনি। একা একা গাড়িতেই বসেছিল অচৈতন্য ঠাকুমা আর তাঁর সিটে এলিয়ে পড়া বয়ফ্রেন্ডের সঙ্গে। কী করবে, তা যখন ওই শিশুটি বুঝতে পারছিল না, তখনই পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে।

মাসদেড়েক আগে আদালতই শিশুটিকে তার ঠাকুমা রোন্ডা পাসেকের হেফাজতে দিয়েছিল। কলাম্বিয়ানা কাউন্টি জুভেনাইল কোর্টের অ্যাডমিনিস্ট্রেটর ডেন ওয়াল্টন জানিয়েছেন, ঠাকুমা রোন্ডা পাসেক যে মাদকাসক্ত থাকেন, ওই সময় তাঁর হাতে এমন কোনও তথ্যপ্রমাণ ছিল না। তেমন কোনও অভিযোগও কেউ করেননি। একটি শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেওয়ার দায়ে ঠাকুমা রোন্ডা পাসেককে গ্রেফতার করা হয়েছে। আর তাঁর বয়ফ্রেন্ড জেমস অ্যাকর্ডকেও গ্রেফতার করা হয়েছে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো ও একটি শিশুকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার দায়ে।

Advertisement

আরও পড়ুন- অনলাইনে বউ বেচার বিজ্ঞাপন! চলল দরাদরি পর্যন্ত





আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement