International news

পরিচ্ছন্নতার আড়ালে কিছু পাঁচতারা হোটেলে কী হয় জানেন? দেখুন ভিডিয়ো

পাঁচতারা হোটেল নিয়ে আপনারও কি এমনটাই ধারণা? তাহলে একটু থামুন। মাথা থেকে কিছুক্ষণের জন্য পাঁচতারার ঝলকানি দূরে সরিয়ে নীচের ভিডিয়োটা দেখুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১২:০৫
Share:

ছবিতে একই তোয়ালে দিয়ে পরিষ্কার করা হচ্ছে বাসন আর বেসিন। ছবি: সংগৃহীত।

পাঁচতারা হোটেল। ঝাঁ চকচকে আনাচ-কানাচ। ন্যূনতম ধুলোর রেশ পর্যন্ত নেই। কাঁড়িকাঁড়ি টাকা খরচ করে পাঁচতারা হোটেলে কি এমনি থাকি বাপু! বিছানাপত্র থেকে খাবারদাবার সবটাই একদম নিট এন্ড ক্লিন! পাঁচতারা হোটেল নিয়ে আপনারও কি এমনটাই ধারণা? তাহলে একটু থামুন। মাথা থেকে কিছুক্ষণের জন্য পাঁচতারার ঝলকানি দূরে সরিয়ে নীচের ভিডিয়োটা দেখুন। কারণ এই ভিডিয়ো থেকে অনেক ভুল ধারণা ভেঙে যেতে পারে আপনার।

Advertisement

যে ভিডিয়োর কথা বলা হচ্ছে সেটা অবশ্য চিনের একটি পাঁচতারা হোটেলের। সেখানেও হোটেল কর্মী থেকে হোটেলের প্রতিটি কোনা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু জানেন কি সেই হোটেলে যে তোয়ালে দিয়ে খাবার বাসনপত্র পরিষ্কার করা হয়, সেই একই তোয়ালে আবার টয়লেট পরিষ্কারের কাজেও লাগানো হয়!

হ্যাঁ একেবারে ঠিকই পড়ছেন। সম্প্রতি চিনের বেশ কয়েকটি পাঁচতারা হোটেলের এমন কীর্তি প্রকাশ করে দিয়েছেন এক ব্যাক্তি। গোপন ক্যামেরায় ধরা সেই কীর্তি চিনের সোশ্যাল মিডিয়া উইবো-তে পোস্টও করে দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: দেশের বাজারে জ্বালানি সাশ্রয়কারী সেরা নয়টি বাইক

ওই ভিডিয়ো পোস্টে সাঙ্গরি লা, রিজ কার্লটন, ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া এবং লে রয়্যাল মেরিডিয়ানের মতো পাঁচতারা হোটেল রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement