বাংলাদেশে নববর্ষের পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ ৫১

পয়লা বৈশাখের উত্সবের খাবার খেয়ে ৫১ জন অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের বাগেরাহাটে। ১০ শিশু সহ ২৮ জনকে ভর্তি করতে হয়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ১৪:৪০
Share:

পয়লা বৈশাখের উত্সবের খাবার খেয়ে ৫১ জন অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের বাগেরাহাটে। ১০ শিশু সহ ২৮ জনকে ভর্তি করতে হয়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

নববর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কচুয়ার লেডিস ক্লাবে। অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন সরকারি কর্তা-কর্মী, শিক্ষক, পুলিশ, সাংবাদিকরাও। উপজেলা সদরের এক রেস্তোরাঁ থেকে খাবার আনা হয়েছিল। ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, চিংড়ি ভর্তা, ডাল, আলু, বেগুন ভাজা।

রাতেই বমি, পেট খারাপ নিয়ে অনেককে ভর্তি করতে হয় হাসপাতালে। কয়েক জনকে ভর্তি করা হয় আজও।

Advertisement

ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রিপোর্ট দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement