International News

পাকিস্তানের জেলে বন্দি ৫৩৭ ভারতীয়

পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় রয়েছেন ৫৩৭ জন ভারতীয়। পাক বিদেশমন্ত্রক সূত্রে একটি তালিকা প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মৎস্যজীবী।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় রয়েছেন ৫৩৭ জন ভারতীয়। পাক বিদেশমন্ত্রক সূত্রে একটি তালিকা প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মৎস্যজীবী।

Advertisement

ভারত ও পাক দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছর দু’বার করে বন্দিদের তালিকা প্রকাশ করতে হয়। ২০০৮ সালের ২১ মে এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।

পাক বিদেশমন্ত্রক সূত্রে খবর, ‘‘আজ সকালেই সরকারের তরফে ইসলামাবাদে ৫৩৭ জন ভারতীয় বন্দির তালিকা ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়।’’

Advertisement

আরও পড়ুন: ফের আমেরিকাকে হুমকি কিম জং উনের

ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছরে দু’বার করে এই তালিকা প্রকাশ করতে হয়। প্রত্যেক বছরের ১ জানুয়ারি প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকাটি ১ জুলাই প্রকাশিত হয়। তবে সূত্রের আরও খবর, ভারতের জেলগুলিতে কত জন পাকিস্তানি বন্দি রয়েছে সেই তালিকা এখনও দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কাছে এসে পৌঁছয়নি।

আরও পড়ুন: স্লেজিং ভুলে কোহালি-পেনরা হাত ধরাধরি করে অজি প্রধানমন্ত্রীর বাড়িতে

প্রশ্ন উঠছে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের এই বিশাল তালিকাটি নিয়ে। দু’দেশেরই বিদেশমন্ত্রক সূত্রের খবর, মৎস্যজীবীরা বেআইনি ভাবে মাছ পাচার করার কারণে তাঁদেরকে আটক করা হয়। অনেক সময় মৎস্যজীবীদের নৌকাগুলিতে আধুনিক প্রযুক্তি না থাকায় সমুদ্রে তাঁদের বোঝা সম্ভব হয় না কোন দেশের জলসীমায় তাঁরা রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন