Shootout

স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ’বছরের ছাত্র! চাঞ্চল্য আমেরিকার ভার্জিনিয়ায়

ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ শনিবার বলেন, ‘‘এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ভার্জিনিয়া শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১০:২৪
Share:

স্কুলের ভিতর শিক্ষিকাকে ছাত্রের গুলির ঘটনায় ভার্জিনিয়ায় আতঙ্ক। ছবি: রয়টার্স।

স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ’বছরের পড়ুয়া! আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশে ভার্জিনিয়ায় শুক্রবারের ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত ৩০ বছরের স্কুলশিক্ষিকা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, প্রাদেশিক রাজধানী রিচমন্ডের অদূরে রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ শনিবার বলেন, ‘‘এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’’

রিচনেক এলিমেন্টারি স্কুল কর্তৃপক্ষের দাবি, আগে তাঁরা আগে ওই ছাত্রের আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। স্কুলের অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, ‘‘আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুলপড়ুয়ারা যাতে কোনও অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।’’

Advertisement

আমেরিকায় ২০২১ সালে মোট ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে আগ্নেয়াস্ত্রের গুলিতে। এর মধ্যে বড় অংশই খুন। এ ছাড়া রয়েছে দুর্ঘটনা এবং আত্মহত্যা। গত মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া এবং ২ শিক্ষকের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ কিছু প্রদেশে আগ্নেয়াস্ত্র আইন কড়া করা হলেও অন্য প্রদেশগুলি সে পথে হাঁটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন