Earthquake Hits Argentina

শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল মেসির দেশের দক্ষিণ উপকূল, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, জারি সুনামির সতর্কতা

শুক্রবার আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ উপকূলে তীব্র ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৯:৪৩
Share:

ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলির উপকূল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভূমিকম্পে কেঁপে উঠল লিয়োনেল মেসির দেশ। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আমেরিকার দুই দেশ চিলি এবং আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে তীব্র ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের পরেই ওই এলাকায় জারি হয়েছে সুনামির সতর্কতা।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল সমুদ্রের তলদেশে কেপ হর্ন এবং আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে, আর্জেন্টিনার উশুয়াইয়া উপকূল থেকে ২১৯ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের জেরে আপাতত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে জারি হয়েছে সুনামির সতর্কতা।

চিলির জাতীয় বিপর্যয় মোকাবিলা দল জানিয়েছে, সুনামির আগেই দেশের দক্ষিণের ম্যাগেলান উপকূল থেকে বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও ওই এলাকা থেকে বাসিন্দাদের চলে যেতে অনুরোধ করেছেন।

Advertisement

প্রসঙ্গত, চিলি ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের’ অন্তর্ভুক্ত। ফলে ভূতাত্ত্বিক গঠনের নিরিখে দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশে। গত বছরের শুরুতেও উত্তর চিলির তারাপাকা এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পে চিলিতে প্রাণ গিয়েছিল ৫২৬ জনের। তবে শুক্রবারের ভূমিকম্পটির উৎসস্থল স্থলভাগ থেকে বেশ কিছুটা দূরে হওয়ার কারণেই বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement