মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহিদ ঐতিহাসিক তথ্য, বলল আন্তর্জাতিক আদালত

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের শহিদ হওয়ার ঘটনাকে আক্ষরিক অর্থেই, একটি ইতিহাস বলে উল্লেখ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও দুই রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিতে গিয়ে মঙ্গলবার এই পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যুদ্ধাপরাধ মামলার রায়ের ৪৪৬ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা বলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৪
Share:

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের শহিদ হওয়ার ঘটনাকে আক্ষরিক অর্থেই, একটি ইতিহাস বলে উল্লেখ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও দুই রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিতে গিয়ে মঙ্গলবার এই পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যুদ্ধাপরাধ মামলার রায়ের ৪৪৬ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা বলেছেন।

Advertisement

ট্রাইব্যুনাল বলেছে, পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে মুক্ত করতে বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। এটি ঐতিহাসিক সত্য। যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছেন। লক্ষ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন। এক কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন। এই প্রতিষ্ঠিত ইতিহাস নিঃসন্দেহে জাতির আবেগের সঙ্গে মিশে রয়েছে।

বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া দিনকয়েক আগেই বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর এই বক্তব্যের বিতর্কের সূত্রপাত হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যবেক্ষণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement