হামলার পর ঘটনাস্থল। ছবি: টুইটারের সৌজন্যে।
ফের বন্দুকবাজের রক্তাক্ত হামলা আমেরিকায়। চলছিল ঘরোয়া পার্টি। টেলিভিশনের সামনে ফুটবল ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। হঠাৎই সেখানে গুলি ছুড়তে শুরু করে এক বন্ধুকবাজ। এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল সাত জনের। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে টেক্সাসের প্লানোতে।
আরও পড়ুন: কবর খুঁড়ে তুলেও সালভাদোর দালির মেয়ে হতে পারলেন না মারিয়া!
দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, সেই সময় ডালাস কাউবয়েজ ফুটবল ম্যাচ চলছিল। প্রতিবেশীরা অনেকে মিলে সেই ম্যাচ দেখছিলেন টিভিতে। তার মধ্যেই এক মহিলার সঙ্গে ওই বন্দুকবাজের তর্কাতর্কি শুরু হয়। হঠাত্ই সে গুলি চালাতে শুরু করে।
আরও পড়ুন: ট্রাম্পের কাঁচি থেকে বাঁচলেন কুচিভোটলার স্ত্রী
দেখুন ভিডিও
দেখুন ভিডিও
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গেও ওই বন্দুকবাজের গুলির লড়াই চলে। তবে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় পুলিশের গুলিতে মারা পড়ে সে। হামলাকারীকে এখনও সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্লানোর এক পুলিশ অফিসার ডেভিড টিলে জানান, এই হামলা বা হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। ওই মহিলার সঙ্গে হামলাকারীর পুরনো কোনও গোলমালের জেরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।