International news

৮৫ বছরে ফের এভারেস্টে উঠতে গিয়ে বেস ক্যাম্পে মারা গেলেন ইনি

বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্ট জয়ী। ২০০৮ সালে এই রেকর্ড ছুঁয়েই তিনি সংবাদ শিরোনামে জায়গা করেছিলেন। কিন্তু তার ৫ বছর পরে সেই রেকর্ড ভেঙে ফেলেন অন্য এক এভারেস্ট জয়ী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৪:১৩
Share:

মিন বাহাদুর শেরচান। —ফাইল চিত্র।

বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্ট জয়ী। ২০০৮ সালে এই রেকর্ড ছুঁয়েই তিনি সংবাদ শিরোনামে জায়গা করেছিলেন। কিন্তু তার ৫ বছর পরে সেই রেকর্ড ভেঙে ফেলেন অন্য এক এভারেস্ট জয়ী। হারানো রেকর্ড ফিরে পেতে ফের এক বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার পরিকল্পনা করেছিলেন ৮৫ বছরের মিন বাহাদুর শেরচান। কিন্তু শেষ রক্ষা হল না। এভারেস্টের বেস ক্যাম্পেই মৃত্যু হল তাঁর।

Advertisement

নেপালের বাসিন্দা বাহাদুর। শনিবার এভারেস্টের বেস ক্যাম্পে তাঁর মৃত্যু হয়। মাউন্টেনিয়ারিং অফিসার গনেন্দ্র শ্রেষ্ঠ জানান, বেস ক্যাম্পে পৌঁছনোর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই বাহাদুরের মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ নামিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

১৯৬০ সালে ধবলগিরিতে একটি দলকে গাইড করার জন্য নেপাল সরকার তাঁকে দায়িত্ব দিয়েছিল। সেই থেকেই তাঁর পাহাড়কে ভালবাসা। ২০০৮ সালে ৭৬ বছর বয়সে তিনি এভারেস্ট জয় করে রেকর্ড করেন। কিন্তু ২০১৩ সালে জাপানের বাসিন্দা ৮০ বছরের ইউচিরো মিউরা তাঁর রেকর্ড ভেঙে দেন। তখনই মিন বাহাদুর স্থির করেন ফের এভারেস্টে উঠবেন।

Advertisement

আরও পড়ুন: বাইশ বছর পকেট মেরে ইনি এখন লালবাজারের অস্থায়ী কর্মী!

বয়স বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁর সামনে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এভারেস্ট জয় করার তোড়জোড় শুরু করে দেন মিন বাহাদুর। মেডিক্যাল পরীক্ষাতেও তাঁকে ফিট বলে ঘোষণা করা হয়। হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র এবং রক্তচাপ একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু ওই দিন বেস ক্যাম্পে পৌঁছনোর পরই আচমকা সব বদলে যায়। মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement