৯২ বছরে মা হলেন মুরিয়েল!

‘তুমি মায়ের মতই ভাল’...হয়ত এটাই এখন আমেরিকার ডালাসের বাসিন্দা মেরি স্মিথের স্লোগান। কারণ ৭৬ বছরে প‌ৌঁছে ৯২ বছর বয়সী মা পেলেন তিনি। মুরিয়েল ক্লেটন। বয়স ৯২। তিনি দত্তক নিয়েছেন ৭৬ বছরের ‘তন্বী’ মেরিকে। মুরিয়েল-মেরির এই কাহিনীতে চমকে গিয়েছেন সকলেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ১৩:৪৬
Share:

‘তুমি মায়ের মতই ভাল’...। ছবি সৌজন্য: টুইটার।

‘তুমি মায়ের মতই ভাল’...হয়ত এটাই এখন আমেরিকার ডালাসের বাসিন্দা মেরি স্মিথের স্লোগান। কারণ ৭৬ বছরে প‌ৌঁছে ৯২ বছর বয়সী মা পেলেন তিনি।

Advertisement

মুরিয়েল ক্লেটন। বয়স ৯২। তিনি দত্তক নিয়েছেন ৭৬ বছরের ‘তন্বী’ মেরিকে। মুরিয়েল-মেরির এই কাহিনীতে চমকে গিয়েছেন সকলেই।

৯২ তে পৌঁছেও মা হওয়ার সাধ মেটেনি মুরিয়েলের। দীর্ঘ জীবনে নিজের চার সন্তানকে কাছে পেয়েছেন তিনি। তবুও নতুন করে মা হওয়ার স্বাদ সব সময়েই আলাদা। গত ৯ জুন ডালাসের আদালতে মেরিকে দত্তক নিয়েছেন মুরিয়েল।

Advertisement

মুরিয়েল-মেরি আদতে সম্পর্কে দুই বোন। মেরির মা তাঁর জন্মের সময়ই মারা যান। আর তাঁর ১৪ বছর বয়সে বাবাকে হারান মেরি। এর পর থেকে মুরিয়েলের কাছেই বড় হয়েছেন তিনি। নিজের চার সন্তানের পাশাপাশি মেরিকে সমান যত্নে মানুষ করেছেন ৯২-এর বৃদ্ধা। তাই আদতে মেরি তাঁরই মেয়ে। এত দিনে তা আইনি স্বীকৃতি পেল। চলতি বছরে আন্তর্জাতিক মাতৃ দিবসে মেরিকে দত্তক নেওয়ার ভাবনা মাথায় আসে মুরিয়েলের। আর মেরিও তাতে সানন্দে রাজি হয়ে যান। তাই ৭৬ বছরে এসে ‘কাগজ’-এর মা পেলেন মেরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement