International News

এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা!

আকাশছোঁয়া দামের এই বোতলের ব্র্যান্ড ‘বেভারলি হিলস ৯০এইচ২০।’ এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বোতলের ডিজাইন বানিয়েছেন বিশ্বের নাম করা এক স্বর্ণশিল্পী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ২২:২৪
Share:

কথায় বলে জলের দরে কেনা। আর সেই জলের দরই হয়ে দাঁড়াল বোতল পিছু ৬৫ লক্ষ টাকা! অবিশ্বাস্য তাই না? তবে এমন বোতলই বানিয়েছে আমেরিকার বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানি। ২০১৮-র মাঝামাঝি এমন বোতল নাকি আসবে ভারতের বাজারেও।

Advertisement

আকাশছোঁয়া দামের এই বোতলের ব্র্যান্ড ‘বেভারলি হিলস ৯০এইচ২০।’ এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বোতলের ডিজাইন বানিয়েছেন বিশ্বের নাম করা এক স্বর্ণশিল্পী।

আরও পড়ুন: ম্যারাথন শেষের আগেই পড়ে গিয়েছিলেন মহিলা, তার পর যা হল অবিশ্বাস্য

Advertisement

কী এমন রয়েছে ওই বোতলে?

সংস্থা সূত্রে খবর, ওই বোতলের ঢাকনা তৈরি হয়েছে ২৫০টি সাদা ও কালো হিরে দিয়ে। বোতলগুলো যে কেস-এ থাকছে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সকলেরই নজর কাড়বে। এবার আসা যাক বোতলের রাখা পানীয়ের বিষয়ে। সাদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫,০০০ ফুট উচ্চতা থেকে সংগৃহীত ওই জল প্রভূত খাদ্যগুণ এবং খনিজ সমৃদ্ধ। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই জল খুবই স্বাস্থ্যসম্মত।

আরও পড়ুন: প্রথম বিশ্বযুদ্ধের জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার, মিলল দেহও

বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাকের কথায়, ‘‘ওই জল রেশমের মতো মোলায়েম, মুচমুচে এবং অত্যন্ত হালকা।’’

২০১৮-তে এই জল ভর্তি বোতল আসতে চলেছে ভারতের বাজারে। তবে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ওই বোতল কে কিনবে সেটাই এখন ভাবাচ্ছে সংস্থা কর্তৃপক্ষকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন