Unrest Situation In Kenya

উত্তপ্ত কেনিয়া! পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত অন্তত ৮, আহত শতাধিক, গ্রেফতার ৬০

‘দ্য নিউ ইয়র্ক টাইম্‌স’-এর প্রতিবেদন অনুসারে, বুধবার কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কেনিয়ায়। বিক্ষোভকারীদের আটকাতেই খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০২:৩৭
Share:

ফের উত্তপ্ত কেনিয়া। ছবি: রয়টার্স।

ফের উত্তপ্ত আফ্রিকার দেশ কেনিয়া। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভ থামছেই না। বিক্ষোভ দেখাতে পথে নামেন হাজার হাজার মানুষ। বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। জখম বহু।

Advertisement

‘দ্য নিউ ইয়র্ক টাইম্‌স’-এর প্রতিবেদন অনুসারে, বুধবার কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কেনিয়ায়। বিক্ষোভকারীদের আটকাতেই খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে। তাদের আটকাতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। চালানো হয় গুলিও। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্টের সঙ্গে মূল সড়কের সংযোগকারী রাস্তা। বন্ধ করে দেওয়া আশপাশের সব রাস্তা, ব্যাঙ্ক এবং দোকান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে ধরা পড়েছে হিংসার বেশি কিছু ছবি।(যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শতাধিকের বেশি। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অনন্ত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, গত বছর ২৫ জুন মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশবাসীর উপর চাপানো অতিরিক্ত করের বোঝার প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় কেনিয়ায়। রাজধানী নাইরোবি-সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় জমে প্রতিবাদীদের ভিড়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর মিলেছিল। নিখোঁজ ছিল প্রায় ২০ জন। এক বছর পর ফের উত্তপ্ত হল কেনিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement