Building Collapsed In Pakistan

করাচিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত ন’জন, ধ্বংসস্তূপের নীচে আটকে আরও অনেকে

সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশিত খবরে দাবি, এখনও ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতেও তাই করাচির লায়ারি এলাকার শাইখা রোডে ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপে সরানোর কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২৩:৩১
Share:

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচি শহরে শুক্রবার একটি পাঁচতলা আবাসন ভেঙে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। সাত জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশিত খবরে দাবি, এখনও ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতেও তাই করাচির লায়ারি এলাকার শাইখা রোডে ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপে সরানোর কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

চলতি সপ্তাহের গোড়াতেও করাচির খারদার এলাকায় একটি বহুতল ভেঙে পড়েছিল। এর পরে সিন্ধু প্রদেশের আইনসভার ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ প্রাদেশিক সরকারকে নির্দেশ দেয় করাচি শহরে ‘বিপজ্জনক’ ঘোষিত ৬৭০টি বহুতল থেকে বাসিন্দাদের সরাতে হবে। কিন্তু তা পালন করা হয়নি বলে অভিযোগ। শুক্রবার ভেঙে পড়ে এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আবাসিক ভবনটিও ‘বিপজ্জনক’ তালিকাভুক্ত ছিল বলে স্থানীয় সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement