Germany

নিত্য ট্রেন লেট, প্রতিবাদে উল বুনে লাখপতি মহিলা

গত এক বছর ধরে সঠিক সময়ে ট্রেন চলাচল করছে না। পাঁচ মিনিট থেকে আধ ঘণ্টা, ট্রেন দেরি করছে প্রায়ই। ট্রেন লেটের এই সময়কে কাজে লাগিয়েই উলের স্কার্ফ বুনে লাখপতি হয়ে গিয়েছেন এক মহিলা!

Advertisement

সংবাদ সংস্থা

মিউনিখ শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১২:৪৭
Share:

এই সেই স্কার্ফ। ছবি: টুইটার

গত এক বছর ধরে সঠিক সময়ে ট্রেন চলাচল করছে না। পাঁচ মিনিট থেকে আধ ঘণ্টা, ট্রেন দেরি করছে প্রায়ই। ট্রেন লেটের এই সময়কে কাজে লাগিয়েই উলের স্কার্ফ বুনে লাখপতি হয়ে গিয়েছেন এক মহিলা! জার্মান ওই মহিলার নাম ক্লদিয়া ওয়েবার।

Advertisement

সংবাদ সংস্থার খবর অনুয়ায়ী, জার্মানির মিউনিখ শহরের বাসিন্দা সেই মহিলা ট্রেন বিলম্বের হিসাব রাখতে অভিনব এক পন্থা নিয়েছিলেন। বিলম্বের পরিমাণ বোঝাতে বিভিন্ন রং দিয়ে স্কার্ফ বোনা শুরু করেন তিনি৷ বিভিন্ন রঙের উল দিয়ে দেড় মিটার, অর্থাৎ প্রায় ৫ ফুট লম্বা একটি স্কার্ফ বুনে ফেলেন তিনি৷ তারপর সেই স্কার্ফটিই বিক্রির জন্য একটি ই-কমার্স সাইটে নিলামে তোলেন তিনি৷ স্কার্ফটির উলের রঙই বিলম্বের সময় নির্দেশ করে বলে জানিয়েছেন সেই মহিলার মেয়ে সারাহ ওয়েবার৷

সারাহ জানিয়েছেন যে, তাঁর মা সব সময় ট্রেনের মতো গণপরিবহণেই যাতায়াত করেন৷ কিন্তু ট্রেন আসতে প্রায়ই বিলম্ব হওয়ায় তিনি ভীষণ বিরক্ত হয়ে এক সময় নিজেই হিসাব রাখার একটি অভিনব পদ্ধতি বের করেন। ট্রেন আসতে পাঁচ মিনিট বা তার কম দেরি হলে ধূসর রঙের উলে স্কার্ফ বুনতেন তিনি৷ ৫ থেকে ৩০ মিনিট দেরি হলে স্কার্ফ বুনতেন গোলাপি উলে। আর ট্রেন আসতে বা যেতে উভয় ক্ষেত্রেই দেরি করলে বা ৩০ মিনিটের বেশি বিলম্ব হলে, লাল রঙের উলে স্কার্ফ বুনতেন তিনি৷

Advertisement

আরও পড়ুন: মোবাইলের পাসওয়ার্ড দেননি, রাগে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী

স্কার্ফটি বোনা শেষ হয়ে গেলে মায়ের ইচ্ছা অনুযায়ী সারাহ সেটিকে বিক্রির জন্য একটি পোস্ট দেন টুইটারে৷ কিন্তু তাতে যে এতটা সাড়া পাবেন তা ভাবেননি তিনি৷ নিলামে সেই স্কার্ফ পেতে রীতিমতো দরাদরি চলে আগ্রহীদের মধ্যে। বেশ চড়া দামেই বিক্রি হয়েছে তা। নিলামে এক ক্রেতা সেই স্কার্ফ কিনেছেন ৭ হাজার ৫৫০ ইউরোতে। ভারতীয় মুদ্রায় যা ৬ লক্ষ টাকারও বেশি! সারাহ জানিয়েছেন, তাঁর মায়ের ইচ্ছা নিলামে পাওয়া অর্থ জার্মান রেলওয়ে পরিচালিত দাতব্য সংস্থায় দান করবেন৷

আরও পড়ুন: ৮০ টাকায় আস্ত বাড়ি! কিনবেন নাকি?

যদিও ট্রেনের বিলম্ব রুখতে সম্প্রতি বিশেষ উদ্যোগ নিয়েছে জার্মান রেল। ট্রেন লেটের ঘটনা কমাতে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে৷ জানানো হয়েছে যে, এখন থেকে অযৌক্তিক কারণে ট্রেনের বিলম্ব হলে চাকরিও যেতে পারে চালকের৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন