International

যিশুর সমাধিক্ষেত্রে হদিশ মিলল গুপ্ত মার্বেল স্তরের

রেডার টেস্টে মার্বেলের দেওয়ালের আড়ালে থাকা আরও একটি স্তরের সন্ধান পাওয়া গিয়েছে। যা এত দিন ছিল লোকচক্ষুর আড়ালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৬
Share:

জেরুজালেমে যিশুর সমাধিক্ষেত্রে অবিষ্কার হল গুপ্ত মার্বেলের স্তর। সম্প্রতি প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের একটি দল সমাধিক্ষেত্রের নীচে এই মার্বেলের স্তরের খোঁজ পেয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেডার টেস্টে মার্বেলের দেওয়ালের আড়ালে থাকা আরও একটি স্তরের সন্ধান পাওয়া গিয়েছে। যা এত দিন ছিল লোকচক্ষুর আড়ালে।

Advertisement

আগে মনে করা হত, চার্চের একেবারে মাঝখানে যে প্রস্তরখণ্ডটি রাখা আছে সেখানেই মৃত্যুর পর যিশুকে শুইয়ে রাখা হয়েছিল। তবে একদল ইতিহাসবিদ মনে করতেন সেই পাথরটি বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি রেডার টেস্টে নতুন একটি মার্বেল স্তরের খোঁজ মেলায় মনে করা হচ্ছে, এই পাথরটিই আসল সেই প্রস্তরখণ্ড। এই পাথরটির উপরে অন্য একটি পাথর থাকায় এত দিন এই মার্বেল স্তরটি কারও চোখে পড়েনি। তবে রেডার টেস্টে ধরা পড়েছে, নতুন মার্বেলের এই স্তরের পিছনে ৬ ফুটের একটি গুহার দেওয়ালও রয়েছে।

ন্যাশনাল জিওগ্রাফির প্রত্নতাত্ত্বিক দলের অন্যতম ফ্রেডরিক হেবার্ট জানিয়েছেন, যা পাওয়া গিয়েছে তা এক কথায় আশ্চর্যজনক। নতুন প্রস্তরখণ্ডটি ধূসর রঙের এবং তাতে ক্রস চিহ্ন রয়েছে। এটির ঠিক মাঝখানে একটা ফাটল রয়েছে। ফাটলের নীচের স্তরটি সাদা। হেবার্ট জানিয়েছেন, পাথরটি দ্বাদশ শতকের। তা ১৫৫০ সালের পর থেকে আর নড়ানো হয়নি। তবে চার্চের কোর এলাকায় মাত্র ৬০ ঘণ্টা কাজের অনুমতি পেয়েছে এই বিশেষজ্ঞদল। তাই খুব শীঘ্রই কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন