স্কটিশ স্টোরিটেলিং সেন্টারের পিছনে স্যান্ডম্যান গার্ডেনে মূর্তি বসবে। —ফাইল চিত্র।
এডিনবরায় স্থাপিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। স্কটল্যান্ডে ভারতের কনসুলেট জেনারেল এবং স্কটিশ সেন্টার অব টেগোর স্টাডিজ় (স্কটস)-এর যৌথ প্রচেষ্টায় নোবেলজয়ী কবির এই মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিনবরার প্রধান রাস্তা দ্য রয়্যাল মাইলের অনতিদূরে স্কটিশ স্টোরিটেলিং সেন্টারের পিছনে স্যান্ডম্যান গার্ডেনে এই মূর্তি বসবে। মূর্তির রূপকার প্রবীণ ভারতীয় ভাস্কর রাম সুতার। ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) মূর্তিটি স্কটসকে উপহার দেয়। যে স্তম্ভমূলের উপরে মূর্তিটি বসানো হবে, সেটিতে রবীন্দ্রকাব্যের পঙ্ক্তি খোদাই করে দিয়েছেন জন নিলসন।
এডিনবরায় স্থাপিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তি।
ব্রিটেনে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর উপস্থিতিতে এই মূর্তির উন্মোচন করা হবে আগামী ৩ জুলাই। এডিনবরার লর্ড প্রভস্ট, কাউন্সিলর রবার্ট অলরিজের হাতে রবীন্দ্রমূর্তিটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেবেন হাই কমিশনার। স্কটল্যান্ডবাসীর পক্ষ থেকে সেটি গ্রহণ করবেন অলরিজ। মূর্তি উন্মোচনের পরে ‘পলাশ’ নামে একটি নৃত্যনাট্যের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের গান ও স্কটল্যান্ডের বহুশাস্ত্রজ্ঞ প্যাট্রিক গেডেসের লেখা দিয়ে সাজানো হয়েছে নৃত্যনাট্যটি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে