শেখ হাসিনা। ফাইল চিত্র।
আমেরিকান সরকারের একটি সমাজসেবী সংস্থা ও ক্লিন্টন পরিবারের মদতে ২০২৪ সালে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মহিবুল হাসান চৌধুরী।
২০২৪ সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনা। মহিবুলের দাবি, “২০১৮ সাল থেকেই আমেরিকার কয়েকটি সমাজসেবী সংস্থা যেমন ইউএসএড ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আমাদের বিরুদ্ধে সক্রিয় ছিল। তাঁর দাবি, গভীর পরিকল্পনা করে অশান্তি পাকানো হয়েছিল। কারণ, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পরিবার ও বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগীদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে।
ইউনূসের কথায়, “ক্লিন্টন পরিবার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে গোপনে নানা সমাজসেবী সংস্থাকে অর্থ জোগানো হচ্ছে। ওরা বাংলাদেশে সরকার বদলের জন্য উঠেপড়ে লেগেছিল।”
মহিবুলের প্রশ্ন, ইউএসএডের মাধ্যমে আসা কোটি কোটি ডলার কোথায় অদৃশ্য হয়ে গেল? তাঁর দাবি, ওই অর্থ বাংলাদেশে সরকার বদলের খেলায় ব্যবহার করা হয়েছে। হাসিনাও ইউনূসের বিরুদ্ধে দেশকে আমেরিকার কাছে বিক্রি করার অভিযোগ করেছিলেন। আমেরিকার দাবি, এ সব দাবি ‘হাস্যকর’। সংবাদ সংস্থা
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে