আকারে ক্ষুদ্র! বাঁকা ইঙ্গিতে ফের বিদ্ধ ‘অক্ষম’ হিটলার

ইঙ্গিত এ বার আকার নিয়ে। ফের উঁকি হিটলারের ‘অন্দরমহলে’! অ্যাডলফ হিটলারের যৌনাঙ্গ অস্বাভাবিক রকমের ছোট ছিল বলেই দাবি করলেন দুই জার্মান ইতিহাসবিদ। সমস্যা ছিল তাঁর মূত্রথলিতেও।

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৮
Share:

ইঙ্গিত এ বার আকার নিয়ে। ফের উঁকি হিটলারের ‘অন্দরমহলে’! অ্যাডলফ হিটলারের যৌনাঙ্গ অস্বাভাবিক রকমের ছোট ছিল বলেই দাবি করলেন দুই জার্মান ইতিহাসবিদ। সমস্যা ছিল তাঁর মূত্রথলিতেও। প্রায় একশো বছরের পুরনো একাধিক মেডিক্যাল রিপোর্ট ঘেঁটেই এই তথ্য মিলেছে বলে জানিয়েছেন জোনাথন মায়ো ও এমা ক্রেগি।

Advertisement

হিটলারের যৌনাঙ্গ যে স্বাভাবিক নয়, বরং অপরিপূর্ণ— এই রটনা দীর্ঘদিনের। গত ডিসেম্বরেই এ নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দেন জার্মান ইতিহাসবিদ পিটার ফ্লিক্সম্যান। দুনিয়া কাঁপানো নাৎসি-নেতার একটিই অণ্ডকোষ ছিল বলে দাবি করেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই ফের বোমা পড়ল ইতিহাসের পাতায়। সদ্য প্রকাশিত ‘হিটলার্স লাস্ট ডে: মিনিট বাই মিনিট’ বইয়ে জোনাথন-এমা লিখেছেন, ‘‘অস্বস্তিকর এই অঙ্গবিকৃতি তথা ক্ষুদ্রতার কারণেই হিটলার এতখানি ভয়ঙ্কর মেজাজের ছিলেন।’’ এই বুঝি কেউ তাঁকে নগ্ন অবস্থায় দেখে ফেলল— এমন একটা ভয়ও হিটলারকে হামেশাই তাড়া করে বেড়াত বলে দাবি করেছেন তাঁরা।

নেতার কেন এই দুর্ভোগ? ইতিহাসবিদদের দাবি, হাইপোস্পেডিয়াস রোগে আক্রান্ত ছিলেন হিটলার। যা কিনা জন্মের সময় দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে বংশগতও হতে পারে। এর উপসর্গ শুধু যৌনাঙ্গ ছোট হওয়া নয়, এটি আদতে এমন একটি অবস্থা, যেখানে মূত্রনালির মুখ বা ছিদ্র অনেক ক্ষেত্রেই লিঙ্গের নীচের দিকে অবস্থান করতে পারে। যেমনটা ছিল হিটলারের।

Advertisement

ইতিহাসবিদদের দাবি, এই অঙ্গবিকৃতির কথা ‘একনায়ক’ নিজেও জানতেন। জানতেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক থিওডর মরেলও। হিটলারের ডান দিকের অণ্ডকোষটি যে ‘অদৃশ্য বা ক্ষতিগ্রস্ত’ ছিল, ১৯২৩-এর একটি মেডিক্যাল রিপোর্টে সেই তথ্য দিয়েছিলেন চিকিৎসক জোসেফ স্টেইনার ব্রিন। হিটলার তখন মিউনিখের ল্যান্ডসবার্গ জেলে। স্টেইনারই তাঁর ডাক্তারি পরীক্ষা করেন। বস্তুত সেই সময়কার নথির উপর ভিত্তি করেই হিটলার হাইপোসপেডিয়াস রোগে আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করেছেন জোনাথন-এমা।

এর ভিত্তিতে হিটলার কেন সন্তানহীন, সেই প্রশ্নের আরও একটি জুতসই জবাব পাওয়া গেল বলেও মানছেন ইতিহাসবিদদের একাংশ। বান্ধবী ইভা ব্রাউনের সঙ্গে যৌন মিলনের সময় তিনি ‘যৌনশক্তিবর্ধক’ ওষুধ, কোকেন ইত্যাদি নিতেন বলেও ‘রটনা’ রয়েছে দীর্ঘদিনের। এ বার তাকেও ‘ঘটনা’ বলতে চাইছেন অনেকে। জোনাথন-এমার দাবি, হিটলার এ সব স্বেচ্ছায় নয়, চিকিৎসকের পরামর্শেই নিতেন। জানতেন যে জীবনে তিনি কোনও দিন বাবা হতে পারবেন না। তবু শেষ দিন অবধি নিজের ‘অক্ষমতা’ ঢাকতে নিজের উপরই সব চেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছেন প্রবল পরাক্রমী হিটলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন