Hezbollah

আজ রাত থেকেই হামলা শুরু, ইজরায়েলকে হুমকি হিজবুল্লা প্রধানের

ঘটনার সূত্রপাত, রবিবার। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইজরায়েলি ড্রোন।

Advertisement

সংবাদ সংস্থা

বেইরুট, লেবানন শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৭:৪০
Share:

হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা। ছবি: রয়টার্স।

ইজরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের শিয়া মুসলিমপন্থী সংগঠন হিজবুল্লা। সংগঠনের প্রধান হাসান নাসরাল্লার অভিযোগ, সম্প্রতি ইজরায়েলি ড্রোন হামলায় মারা গিয়েছেন তাঁদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

ঘটনার সূত্রপাত, রবিবার। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইজরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লা সদস্য। আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে ওই এলাকায়। ইজরায়েলে পাল্টা হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা। সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘‘সীমান্ত এলাকায় থাকা ইজরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো।’’ তিনি আরও বলেন, ‘‘২০০৬ সালে হিজবুল্লা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইজরায়েলি বিমান আসবে আর লেবাননের উপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।’’

যদিও লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি নয় ইজরায়েলি প্রশাসন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন বিদেশ মন্ত্রকের সচিব মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীর ‘দ্বিপাক্ষিক’ ইস্যু, ট্রাম্পকে বোঝালেন মোদী, সুর মেলালেন মার্কিন প্রেসিডেন্টও​

২০০৬ সালে হিজবুল্লা ও ইজরায়েলের মধ্যে চৌত্রিশ দিনের যুদ্ধ চলে। ওই সংগঠনটিকে অবশ্য ইতিমধ্যেই ‘জঙ্গি’ তকমা দিয়েছে ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ কয়েকটি দেশ।

আরও পড়ুন: ভারতে জেএমবি জঙ্গি গোষ্ঠীর মাথা বীরভূমের ইজাজ এসটিএফের জালে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন