Spain

অপেক্ষায় হাঁপিয়ে উঠে সোজা বিমানের ডানায় গিয়ে বসলেন যাত্রী!

এই যাত্রীর কাণ্ডকারখানা দেখে রীতিমতো হকচকিয়ে যান বিমানকর্মীরা। দ্রুত তাঁকে সেখান থেকে টেনে নিয়ে এসে বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:১২
Share:

এই যাত্রীর কাণ্ডকারখানা দেখে রীতিমতো হকচকিয়ে যান বিমানকর্মীরা।

বিমান অবতরণের পর কেটে গিয়েছে প্রায় আধ ঘণ্টা! বিমান থেকে নামার জন্য যাত্রীরা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন বিমানের ভিতরে। কিন্তু দরজা আর খোলে না।

Advertisement

অপেক্ষা করতে করতে ধৈর্যচ্যুতি ঘটল এক যাত্রীর। আর অপেক্ষা না করে তিনি খুলে ফেললেন বিমানের আপত্‌কালীন দরজা। একটু ঝুঁকে এদিক ওদিক দেখে নিজের লাগেজ কাঁধে নিয়ে আপত্‌কালীন দরজা দিয়ে বেরিয়ে সটান বসে পড়লেন বিমানের ডানার উপর!

এই যাত্রীর কাণ্ডকারখানা দেখে রীতিমতো হকচকিয়ে যান বিমানকর্মীরা। দ্রুত তাঁকে সেখান থেকে টেনে নিয়ে এসে বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: মহিলাকে ৩১ কোটি টাকা জিতিয়ে দিল ভুল লটারির টিকিট!

বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের মালাগা বিমানবন্দরে। লন্ডন থেকে মালাগাগামী বিমানটি প্রায় এক ঘণ্টা দেরিতে চলছিল। মালাগায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধ ঘণ্টা দেরিতে পৌঁছায় বিমানটি। ওই বিমানের আর এক যাত্রী ফার্নান্দো ডেল ভেলে জানান, বিমানটির অবতরণের পরও কোনও কারণে বেশ কিছু ক্ষণ সকলকে অপেক্ষা করতে হয় বিমানবন্দরে নামার জন্য। আর তার মধ্যেই এই কাণ্ড বাধিয়ে বসেন ওই যাত্রী। জানা গিয়েছে, ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement