Awami League vs BNP In New York

আওয়ামী লীগ বনাম বিএনপি এ বার নিউ ইয়র্কে! ইউনূসের সফরের আগে অশান্তি ছড়াল, এলাকা খালি করাল পুলিশ

বাংলাদেশের সাংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত সক্রিয় হয় নিউ ইয়র্ক পুলিশ। দু’পক্ষের উত্তেজিত সমর্থকদের বাগে আনতে মৃদু বলপ্রয়োগও করতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫১
Share:

উত্তেজনা নিউ ইয়র্কে। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের ঠিক আগে উত্তেজনা নিউ ইয়র্কে। প্রবাসী বাংলাদেশি-অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের স্লোগান পাল্টা-স্লোগানের জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার রাতে (স্থানীয় সময়)।

Advertisement

বাংলাদেশের সাংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত সক্রিয় হয় নিউ ইয়র্ক পুলিশ। দু’পক্ষের উত্তেজিত সমর্থকদের বাগে আনতে মৃদু বলপ্রয়োগও করতে হয়। শেষ পর্যন্ত পুলিশি সক্রিয়তায় শান্তি ফেরে জ্যাকসন হাইটস এলাকায়। এর পর সোমবার বিকেলে (স্থানীয় সময়) নিউ ইয়র্ক পৌঁছোন ইউনূস। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে এসেছেন ইউনূস। কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন তিনি।

২০২৪ সালের ৫ অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তার পরে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় মুক্তিযুদ্ধের ঐতিহ্যের অনুসারী আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। তারই প্রতিবাদে নিউ ইউর্কের রাজপথে নেমেছিলেন আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা। তাঁদের বিরোধিতার উদ্দেশ্যে জমায়েত করেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুগামীরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময়ে দু’পক্ষের সমাবেশের জেরে উত্তেজনা ছড়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement