Khaleda Zia in CCU

সিসিইউ-তে স্থানান্তরিত খালেদা জিয়া! পর্যবেক্ষণে বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড

শ্বাসকষ্ট অনুভব করার কারণে গত রবিবার রাতে খালেদাকে ভর্তি করানো হয়েছিল ঢাকার একটি হাসপাতালে। বর্তমানে তিনি সিসিউ-তে বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২১:৩৯
Share:

খালেদা জিয়া। —ফাইল চিত্র।

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হল অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। রাজধানী ঢাকার হাসপাতালে বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে বলে সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলো বৃহস্পতিবার জানিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন খালেদার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement

শ্বাসকষ্ট অনুভব করার কারণে গত রবিবার রাতে খালেদাকে ভর্তি করানো হয়েছিল ঢাকার ওই হাসপাতালে। সে রাতেই গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড। ৮০ বছর বয়সি বিএনপি নেত্রীর ফুসফুস এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণ ধরা পড়ে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিতে জটিলতা, হৃদ্‌যন্ত্রে সমস্যা-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা। চলতি বছরের গোড়ায় চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। চার মাস সেখানে চিকিৎসার পরে গত মে মাসে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে।

খালেদার ব্যক্তিগত চিকিৎসক তথা বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘চেয়ারপার্সন দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’’ দলনেত্রীর রোগমুক্তির কামনায় শুক্রবার জুম্মার নমাজের পরে বাংলাদেশ বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে বিএনপির তরফে জানানো হয়েছে। খালেদার পুত্র তারেখ রহমান গত কয়েক বছর ধরেই লন্ডন প্রবাসী। অসুস্থ মাকে দেখতে তিনি ঢাকায় আসতে পারেন বলে জল্পনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement