ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই সেনা অভ্যুত্থানের সাক্ষী হল পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। বুধবার রাতে ‘সফল ভাবে ক্ষমতা দখল’ হয়েছে বলে জানিয়েছে সে দেশের সেনাকর্তাদের নতুন জোট ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’।
বৃহস্পতিবার সকালে সরকারি টিভি চ্যানেলে বিবৃতি দিয়ে দেশে ‘নিরঙ্কুশ কর্তৃত্ব’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন সেনা আধিকারিকেরা। জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিম এশিয়া এবং ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার গভীর রাতে রাজধানী বিসাউয়ের প্রেসিডেন্টের ভবন, নির্বাচন কমিশনের সদর দফতর এবং সচিবালয় থেকে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে কিছু জানানো হয়নি।
গত ২৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল গিনি বিসাউয়ে। কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট এমবালো এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হোসে মারিও ভাজ দু’জনেই জয়ের দাবি করেছিলেন। নির্বাচন কমিশনও কাউকে আনুষ্ঠানিক ভাবে জয়ী ঘোষণা না করায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। এই আবহেই বুধবার রাতে ক্ষমতা দখল করল সেনা। বিদায়ী প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দল পিএআইজিসির নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেনা। একদা ফ্রান্সের এই উপনিবেশ আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। গিনি বিসাউয়ের উত্তরে সেনেগাল ও পূর্বে ও দক্ষিণে গিনি। সামরিক অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ এই দেশে গত কয়েক দশকে চিনের প্রভাব লক্ষ্যণীয় ভাবে বেড়েছে।