এয়ার ইন্ডিয়া। —ফাইল চিত্র।
কাতারে আমেরিকার বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতেই কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরাইন ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। যার জেরে বিপর্যস্ত সারা পৃথিবীর বিমান পরিষেবা। সোমবার গভীর রাতে ভারতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক বিবৃতি জারি করে জানাল, পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপ থেকে সব উড়ান স্থগিত রাখছে তারা। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উত্তর আমেরিকা থেকে যে সব উড়ান ভারতের উদ্দেশে পাড়ি দিয়েছিল, সেগুলিকে আবার উত্তর আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মুম্বই থেকে কুয়েত এবং অমৃতসর থেকে দুবাইয়ের উড়ান আরব সাগরের উপরে মুখ ঘুরিয়ে ভারতে ফিরে এসেছে। কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে যে সব উড়ান ভারতে আসার কথা ছিল, সেগুলি আর মাটি ছাড়েনি।
এয়ার ইন্ডিয়ার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির জন্য আমরা এই সব উড়ান বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। আশা করি যাত্রীরা বুঝতে পারবেন যে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। যাত্রী নিরাপত্তার বিষয়টিকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। পরিস্থিতির পরিবর্তন হলেই আমারা যাত্রীদের জানাব।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে