চালকের অস্বস্তি, বিমান থেকে নামিয়ে দেওয়া হল চার শিখ এবং মুসলিম যাত্রীকে

বিমানচালকের অস্বস্তি হচ্ছিল। তাই বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক শিখ এবং‌ তাঁর তিন মুসলিম বন্ধুকে বিমান থেকে নামিয়ে দিলেন বিমানকর্মীরা। টরোন্টো থেকে নিউ ইয়র্কগামী একটি বিমানে মাস খানেক আগের এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে ন’মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা দায়ের হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ২২:২৬
Share:

বিমানচালকের অস্বস্তি হচ্ছিল। তাই বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক শিখ এবং‌ তাঁর তিন মুসলিম বন্ধুকে বিমান থেকে নামিয়ে দিলেন বিমানকর্মীরা। টরোন্টো থেকে নিউ ইয়র্কগামী একটি বিমানে মাস খানেক আগের এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে ন’মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা দায়ের হয়েছে।

Advertisement

সূত্রের খবর, শান আনন্দ নামে ওই শিখ তাঁর চার বন্ধুর সঙ্গে সাম খানেক আগে টরোন্টো থেকে নিউ ইয়র্ক আসছিলেন। শান এবং তাঁর এক বন্ধু ফাইমুল আলম পাশাপাশি বসার জায়গা পেয়েছিলেন। কিন্তু তাঁদের বাকি দুই বন্ধু বসেছিলেন বেশ খানিকটা দূরে। তাঁদের পাশে গিয়ে বসার জন্য অন্য দুই যাত্রীর সঙ্গে জায়গা পাল্টাপাল্টি করেন শান এবং ফাইমুল। বিমানচালকের দাবি, শানদের এই আচরণে তাঁর সন্দেহ হয়। কিছু ক্ষণ পরে এক বিমানসেবিকা এসে ওই চার জনকে বিমান থেকে নেমে যেতে বলেন। শানের এক বন্ধুর বলেন, “আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হল, যেন আমরা কোনও জঙ্গি। যাত্রীরা আমাদের দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর তা দেখে আমরা ভয় পেয়ে নেমে যাই।” বিমান থেকে নামার পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, চালক তাঁদের ব্যবহারে অস্বস্তি বোধ করায় তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন আনন্দরা। ব্রুকলিনের ফেডারেল আদালতে ওই মামলার শুনানি হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন