Albert Uderzo

প্রয়াত অ্যাসটেরিক্সের চিত্রশিল্পী ইউদেরজ়ো

লৌহযুগে ইউরোপের রোমান সভ্যতা ও রোমের গল জাতির যোদ্ধাদের গল্প নিয়ে অ্যাসটেরিক্সের পথচলা  শুরু।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ০৫:০৮
Share:

মারা গেলেন কালজয়ী কমিক সিরিজ় অ্যাসটেরিক্সের চিত্রশিল্পী আলব্যের ইউদেরজ়ো। ফ্রান্সের নাগরিক ইউদেরজ়োর বয়স হয়েছিল ৯২। পারবারিক সূত্রের খবর, ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।

Advertisement

বেশ কিছু বছর আগে এক সাক্ষাতকারে ইউদেরজ়ো জানিয়েছিলেন অ্যাসটেরিক্সের জন্মকথা। সেটা ১৯৫৯ সাল। কার্টুনের দুনিয়া তখন দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন সুপারহিরো আর বেলজিয়ামের সাংবাদিক তরুণটি। ফ্রান্সের এক পত্রিকার সম্পাদক চাইলেন বাচ্চাদের জন্য একেবারে নতুন একটা চরিত্র তৈরি করতে। ভার পড়ল চিত্রশিল্পী আলব্যের ইউদেরজ়ো ও তাঁর বন্ধু রেনে গোচিনির উপরে। শর্ত ছিল, চরিত্রটিকে হতে হবে একেবারে নতুন, ফ্রান্সের ঐতিহ্যবাহী। সেখান থেকেই ইউদেরজ়োর বারান্দায় এক পড়ন্ত বিকেলে জন্ম হল অ্যাসটেরিক্সের। ইউরোপের ইতিহাস ঘেঁটে দুই বন্ধু মিলে তৈরি করলেন গল যোদ্ধাদের জয়গাথা। লৌহযুগে ইউরোপের রোমান সভ্যতা ও রোমের গল জাতির যোদ্ধাদের গল্প নিয়ে অ্যাসটেরিক্সের পথচলা শুরু। রেনে গোচিনির তুখোড় ও সরস গল্প প্রাণ পেয়েছিল ইউদেরজ়োর ছবিতে। যুদ্ধবাজ অ্যাসটেরিক্স ও তাঁর পরাক্রমী বন্ধু ওবেলিক্সকে নিয়ে লেখা সিরিজ়টি় বিশ্ব জুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৭৭-এ মারা যান গসিনি। তবে অ্যাসটেরিক্স আর ওবেলিক্সের বীরগাথা থেমে যায়নি। ছবির পাশাপাশি এ বার গল্পের জাল বোনাও শুরু করেন ইউদেরজ়ো। এখনও পর্যন্ত কোটি কোটি কপি বিক্রি হয়েছে অ্যাসটেরিক্সের। অন্তত বারোটি ভাষায় অনুদিত হয়েছে সিরিজ়টি। প্রচুর গল্প জীবন্ত হয়ে উঠেছে রুপোলি পর্দায় আর কার্টুনে। নতুন মালিকানায় গত অক্টোবরেও প্রকাশিত হয়েছে অ্যাসটেরিক্সের সাম্প্রতিকতম বইটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন