‘আপনার ভোটের জন্য ধন্যবাদ’, বাংলায় বললেন মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সদস্যা

ভিডিয়োর শুরুতেই বাংলায় পরিচয় দেন, ‘‘আমার নাম আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ।’’ বাকিটা আগাগাড়ো ইংরেজিতে বললেও একেবারে শেষে ফের বাংলায় বলেছেন, ‘‘আপনার ভোটের জন্য ধন্যবাদ।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০১:৪৬
Share:

আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। ছবি: টুইটার।

বাংলা শিখতে চাইছেন আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। দিন দু’য়েক আগে টুইটারে এক পোস্টে এই ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সদস্যা। বাংলা ভাষা যে তাঁর কাছে একেবারে অপরিচিত তা-ও নয়। ভেঙে ভেঙে হলেও দু-এক কলি বাংলা আগেও শোনা গিয়েছে বছর তিরিশের এই তরুণীর মুখে। যার প্রমাণ, গত বছর জুনের এক প্রচার ভিডিয়ো। ভিডিয়োর শুরুতেই বাংলায় পরিচয় দেন, ‘‘আমার নাম আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ।’’ বাকিটা আগাগাড়ো ইংরেজিতে বললেও একেবারে শেষে ফের বাংলায় বলেছেন, ‘‘আপনার ভোটের জন্য ধন্যবাদ।’’

Advertisement

সেই ভিডিয়োটির উল্লেখ করেই টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি একবার বাংলায় একটা প্রচার ভিডিয়ো বানিয়েছিলাম। সত্যি বলছি, খুব মজা লেগেছিল।’’ তাঁর টুইট, ‘‘নিউ ইয়র্ক সিটিতে আমার অধীনে যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে দু’শোরও বেশি ভাষাভাষির মানুষ থাকেন। আমি নিজে চারটি ভাষা বলতে পারি। দু’টি যদিও খুব ভাল পারি না। আমার পরবর্তী লক্ষ্য হল, অল্পসল্প হলেও বাংলাটা শেখা।’’

আলেজ়ান্দ্রিয়ার সাফল্যের পিছনেও রয়েছেন এক বাঙালি যুবক। নাম সৈকত চক্রবর্তী। বছর বত্রিশের ভারতীয় বংশোদ্ভূত ওই যুবক আলেজ়ান্দ্রিয়ার চিফ অব স্টাফ। আলেজ়ান্দ্রিয়ার টুইটের জবাবে জ়রা রহিম নামে এক জন লিখেছেন, ‘‘আমি সোফায় বসে খাবার খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম। আলেকজ়ান্দ্রিয়ার বাংলা শুনে আবেগে কান্না পেয়ে যাচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন