Coronavirus

উৎসবের মরসুমে সংক্রমণ-ঢেউ, ভয়ে আমেরিকা 

বিশ্বে এখন হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ৬ কোটি ৩১ লাখেরও বেশি করোনা-আক্রান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৩:২০
Share:

—ফাইল চিত্র।

তিন লক্ষ! আশঙ্কা, আর একটা মাসের মধ্যে আমেরিকায় এই গণ্ডিটাও পেরিয়ে যাবে মৃতের সংখ্যা। এরই মধ্যে সে দেশের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বললেন, ‘‘ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে চলেছে।’’ সদ্যই থ্যাঙ্কসগিভিং ডে গিয়েছে। ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েছিলেন। ফাউচির আশঙ্কা, সংক্রমণ নিয়ে ফিরবেন ঘরফিরতিরা।

Advertisement

বিশ্বে এখন হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ৬ কোটি ৩১ লাখেরও বেশি করোনা-আক্রান্ত। মারা গিয়েছেন, ১৪ লক্ষ ৬৭ হাজার। তালিকায় শীর্ষে আমেরিকা। মৃত্যুর নিরিখেও তারা প্রথম। আমেরিকায় মোট সংক্রমিত ১ কোটি ৩৭ লক্ষ। মারা গিয়েছেন অন্তত ২ লক্ষ ৭৩ হাজার। বহু পর্যবেক্ষক সংগঠনের দাবি, সরকারি এই হিসেবের থেকে বহু গুণ ভয়ানক বাস্তব। ফাউচি বলেন, ‘‘এই অবস্থায় থ্যাঙ্কসগিভিং ডে-র ছুটিতে যে ভাবে লোকে বেরিয়েছেন, সংক্রমণ আরও বাড়বে। ভয় দেখাতে চাই না। কিন্তু এটাই বাস্তব।’’

এখন আশঙ্কা, সামনে বড়দিন। আরও বেশি লোকজন বেরো়বেন। টুরিস্ট স্পটগুলোতে পর্যটকের ভিড় বাড়বে। হাউস পার্টি, কাফে-রেস্তরাঁয় জমায়েত হবে। হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের প্রধান ডেবোরা ব্রিক্স বলেন, ‘‘থ্যাঙ্কসগিভিংয়ের পর কোথাও তিন-চার গুণ, কোথাও দশ গুণ বাড়বে সংক্রমণ। আমরা ভীষণই চিন্তিত।’’ আর এক কর্তা জেরোম অ্যাডামস সরাসরি বললেন, ‘‘স্পষ্টই জানাচ্ছি, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও ভয়ানক হবে।’’

Advertisement

বিশ্বে করোনা
মৃত
১৪,৬৯,৭৩৩


আক্রান্ত
৬,৩৩,৩৭,৪৭৬


সুস্থ
৪,৩৭,৮৯,৭০৩

এখনই আমেরিকায় দৈনিক সংক্রমণ গড়ে দেড় লক্ষ। দিনে ১৪০০ মৃত্যু। সংক্রমণ আরও বাড়লে, তা কী চেহারা নেবে, আশঙ্কায় বিশেষজ্ঞেরা। এই জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর কাছে তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটিকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক রিপোর্টে ঘোষণা করেছিল, ভ্যাকসিনটি করোনা রুখতে ৯৪.১% কার্যকর প্রমাণিত। আজ আরও এক ধাপ এগিয়ে মডার্নার দাবি, ঝুঁকিপূর্ণ রোগীদের উপরে টিকাটি ১০০% কাজ করে। এর প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন মডার্নার এক কর্তা। শোনা যাচ্ছে, ২১ ডিসেম্বরের মধ্যে হয়তো আমেরিকার বাজারে চলে আসবে ভ্যাকসিনটি।

গত রবিবার বেলজিয়ামের ল্যাব থেকে ফাইজ়ার-এর তৈরি ভ্যাকসিন এসে পৌঁছেছে আমেরিকায়। ফাইজ়ারও জরুরি পরিস্থিতিতে ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছে সরকারের কাছে। এ দিকে আশঙ্কা তৈরি হচ্ছে, ভ্যাকসিন চলে এলেই, নানা ধরনের জালিয়াতি শুরু হবে। হোমল্যান্ড সিকিয়োরিটি জানিয়েছে, নানা ধরনের জালিয়াতি, ভুয়ো ফোন, ভুয়ো চিকিৎসার খবর শোনা যাবে। সে জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তারা।

এ সবের পাশাপাশি বিশ্ব জুড়ে আর্থিক মন্দা, ঘরবন্দি দশায় হাঁফিয়ে উঠেছে মানুষ। স্বাস্থ্য পরিকাঠামোর ভগ্ন দশার অভিযোগে মাদ্রিদে আজ বিক্ষোভ দেখান হাজার হাজার স্বাস্থ্যকর্মী। শ্রীলঙ্কার একটি জেলে আজ সংঘর্ষ বাধে। কারাগারে সংক্রমণ বৃদ্ধির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন বন্দিরা। পরিস্থিতি সামলাতে রক্ষীরা গুলি চালান। চার বন্দি মারা যান। ধর্মীয় অনুষ্ঠানে ৩০ জনের বেশি জড়ো হওয়া যাবে না বলে ঘোষণা করেছিল ফ্রান্স সরকার। কিন্তু সে নিয়ে আপত্তি জানায় গির্জা। আজ গির্জার আপত্তির জেরে সেই সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন