Gen Z Protest in Madagascar

জেন জ়ি-র হিংসাত্মক বিক্ষোভের জেরে পতন হল আরও একটি দেশের সরকারের! নিহত ২২

বাংলাদেশ এবং নেপালের মতোই পু্লিশ ও আধাসেনা প্রথমে দমন-পীড়নে ভর করে আন্দোলন ভেস্তে দিতে সক্রিয় হয়েছিল। কিন্তু তাতে হিতে-বিপরীত হয়। দ্রুত হিংসা ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:৫৭
Share:

মাদাগাস্কারে জেন জ়ি-র বিক্ষোভ। ছবি: রয়টার্স।

দক্ষিণ এশিয়ায় পর এ বার দক্ষিণ-পূর্ব আফ্রিকা। জেন জ়ি-র হিংসাত্মক বিক্ষোভের জেরে পতন ঘটল আরও একটি দেশের সরকারের। টানা কয়েক দিনের বিক্ষোভের জেরে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সে দেশের প্রেসিডেন্ট।

Advertisement

বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনের সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জ়ি। বিক্ষোভের অভিমুখ ছিল প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজ়োয়েলিনা, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে।

বিক্ষোভকারীরা প্রতীক হিসেবে ব্যবহার করছে জাপানি ‘অ্যানিমে ওয়ান পিস’ সিরিজ়ের পাইরেট পতাকা। যা সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া ও নেপালের তরুণদের সরকারবিরোধী আন্দোলনেও ব্যবহৃত হয়েছিল। বাংলাদেশ এবং নেপালের মতোই পু্লিশ ও আধাসেনা প্রথমে দমন-পীড়নে ভর করে আন্দোলন ভেস্তে দিতে সক্রিয় হয়েছিল। কিন্তু তাতে হিতে-বিপরীত হয়। দ্রুত হিংসা ছড়িয়ে পড়ে মাদাগাস্কার জুড়ে। নিহতের সংখ্যা ২২-এ পৌঁছলে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী এনৎসের সরকারকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট রাজ়োয়েলিনা। জাতীর উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘‘তিন দিনের মধ্যে নতুন সরকার গঠন করা হবে।’’ কিন্তু তা সন্তুষ্ট না হয়ে জেন জ়ি-র একাংশ ইতিমধ্যেই প্রেসিডেন্টেরও ইস্তফা দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement