USS Abraham Lincoln

ইরানের পড়শি দেশে পৌঁছোল মার্কিন বিমানবহর, দক্ষিণ চিন সাগর থেকে পশ্চিম এশিয়ায় যাচ্ছে ‘আব্রাহাম লিঙ্কন’

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী পাঁচ-ছ’দিনের মধ্যে পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হয়ে ‘কাজ’ শুরু করবে দক্ষিণ চিন সাগর থেকে যাওয়া নৌবহর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৭:০০
Share:

ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: সংগৃহীত।

দক্ষিণ চিন সাগর থেকে যাত্রা শুরু হয়েছিল পাঁচ দিন আগে। ইরান জুড়ে গণবিক্ষোভ এবং মৃত্যুমিছিলের মধ্যেই সোমবার রাতে মলাক্কা প্রণালী পেরিয়ে গেল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন! নিমিৎজ-শ্রেণির এই রণতরীর সঙ্গী তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশে চলেছে বলে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে।

Advertisement

অন্য দিকে, সোমবার পশ্চিম এশিয়ার দেশ জর্ডনে পৌঁছে গিয়েছে অন্তত ১২টি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান! প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী পাঁচ-ছ’দিনের মধ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দায়িত্বে কাজ শুরু করবে লিঙ্কন-বহর। পরিস্থিতি দেখে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইরানে চূড়ান্ত হামলা চালানোর লক্ষ্যেই বাড়তি ফৌজ পাঠানো শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণবিক্ষোভে ইরানে ৫০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে খুন করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বাহিনী। এই পরিস্থিতি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই উত্তেজনার মধ্যেই দক্ষিণ চিন সাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’কে পশ্চিম এশিয়ার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাহাজটি আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এলাকার অন্তর্ভুক্ত আরব সাগরে পৌঁছবে চলতি সপ্তাহেই। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা দফতর কোনও বিবৃতি দেয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement