Taliban regime

Afghan Woman: হিজাব পরে পরিচয়পত্র দেখিয়েও অফিসে ঢুকতে পারছেন না আফগান মহিলা সাংবাদিক, ভাইরাল ভিডিয়ো

কিন্তু তালিবানের কথা আর কাজের মধ্যে ফারাক যে বিস্তর, তা প্রমাণিত হচ্ছে বার বার।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ০৯:১৭
Share:

শবনম দাউরান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কাবুল দখলের পর থেকে শরিয়ত আইন মেনে মহিলাদের অধিকার রক্ষার কথা একাধিক বার শোনা গিয়েছে তালিবানের গলায়। কিন্তু তালিবানের কথা আর কাজের মধ্যে ফারাক যে বিস্তর, তা প্রমাণিত হচ্ছে বার বার। সে দেশের বিভিন্ন পেশায় কর্মরত মহিলারা নেটমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। সেই ঘটনাক্রম দেখে তালিবান প্রতিশ্রুতি পালনে কতটা আন্তরিক, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে হিজাব পরে এক মহিলাকে দেখা যাচ্ছে। তিনি অফিসের পরিচয়পত্রও দেখাচ্ছেন। সঙ্গে নেটাগরিকদের বলছেন, ‘‘আমাদের জীবন সঙ্কটের মধ্যে রয়েছে।’’ ওই মহিলা সে দেশের জনপ্রিয় সংবাদ পরিবেশক শবনম দাউরান। তিনি ছ’বছর ধরে একটি সরকারি খবরের চ্যানেলে কাজ করতেন। তাঁর অভিযোগ, সম্প্রতি তাঁকে অফিসে ঢুকতে দিচ্ছেন না কর্তৃপক্ষ। এ ব্যাপারে ভিডিয়োয় তিনি বলেছেন, ‘‘পরিস্থিতি বদলের পরও আমি আশা ছাড়িনি। অফিসও গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য। হিজাব পরে অফিসের পরিচয়পত্র দেখানোর পরও আমায় ঢুকতে দেওয়া হয়নি।’’

Advertisement

যদিও একই পরিচয়পত্র নিয়ে শবনমের পুরুষ সহকর্মীরা কাজে যোগ দিতে পেরেছেন। এ ব্যাপারে শবনম বলেছেন, ‘‘আমার যে সব পুরুষ সহকর্মীর পরিচয়পত্র রয়েছে তাঁদের অফিসে ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু আমাকে বলা হয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। তাই আমি আর কাজ করতে পারব না।’’ এর পরই বিশ্ববাসীর কাছে তাঁর আকুতি, ‘‘যাঁরা আমার কথা শুনছেন, তাঁদের কাছে আমার কাতর অনুরোধ দয়া করে আমাদের সাহায্য করুন। আমাদের জীবন বিপন্ন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন