United Nations Cut Budget

বাজেট কমেছে ২০ শতাংশ, তাই রাষ্ট্রপুঞ্জ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল! চাকরি হারাবেন কত হাজার?

রাষ্ট্রপুঞ্জের মূল অর্থদাতা আমেরিকা হাত গোটানোর ফলেই তৈরি হয়েছে এই সঙ্কট। তারই ফলে বাধ্য হয়ে কর্মী ছাঁটায়ের বিষয়ে পর্যালোচনা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২২:৫৬
Share:

বাজেট কমাতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সচিবালয়।

চলতি অর্থবর্যে ২০ শতাংশ বাজেট কমাতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সচিবালয়। আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়তে চলেছে সংস্থার কর্মীদের উপর! সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে রাষ্ট্রপুঞ্জের অভ্যন্তরীণ নির্দেশিকার সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, এর ফলে অন্তত ৬৯০০ জন কর্মী ও আধিকারিক চাকরি হারাবেন।

Advertisement

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জ সচিবালয়ের ৩৭০ কোটি ডলারের (সাড়ে ৩১ হাজার কোটি টাকারও বেশি) বার্ষিক বাজেট এ বার ২০ শতাংশ কমছে। রাষ্ট্রপুঞ্জের মূল অর্থদাতা আমেরিকা হাত গোটানোর ফলেই তৈরি হয়েছে এই সঙ্কট। তারই ফলে বাধ্য হয়ে কর্মী ছাঁটায়ের বিষয়ে পর্যালোচনা শুরু হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের কন্ট্রোলার চন্দ্রমৌলি রামানাথনের নামে পাঠানো ওই অভ্যন্তরীণ নির্দেশিকায় আগামী ১৩ জুনের মধ্যে কর্মীদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। তার পরেই পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি। যদিও নির্দেশিকার আমেরিকার অনুদান কমানোকে ‘কর্মী ছাঁটাইয়ের কারণ’ বলে চিহ্নিত করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement