চিনে নিউজ অ্যাপ বন্ধ করতে বাধ্য হল অ্যাপল

চিনে তাদের নিউজ অ্যাপ আপাতত বন্ধ করে দিতে বাধ্য হল অ্যাপল। সংবাদমাধ্যমের ওপর বেজিংয়ের সরকারি চাপ সইতে না পেরেই অ্যাপলকে এই সিদ্ধান্ত নিতে হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ১৯:২২
Share:

অ্যাপলের পণ্য। -এএফপি-র ফাইল চিত্র

চিনে তাদের নিউজ অ্যাপ আপাতত বন্ধ করে দিতে বাধ্য হল অ্যাপল। সংবাদমাধ্যমের ওপর বেজিংয়ের সরকারি চাপ সইতে না পেরেই অ্যাপলকে এই সিদ্ধান্ত নিতে হল।

Advertisement

সরকারি ভাবে এ ব্যাপারে অ্যাপলের তরফে কিছু না জানানো হলেও সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র এই খবর দিয়েছে।

মার্কিন মুলুকে যাঁরা অ্যাপলের স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের জন্য এ বছর জুনেই ওই নিউজ অ্যাপ চালু করেছিল সংস্থাটি। এর ফলে, মার্কিন মুলুকে যাঁরা অ্যাপলের স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা অন্য কোনও দেশে গেলে, সেখানেও অ্যাপলের নিউজ অ্যাপে কী রয়েছে তা দেখতে পারতেন। কিন্তু, এখন চিনে গেলে, অ্যাপলের স্মার্টফোন ব্যবহারকারীরা আর ওই নিউজ অ্যাপ দেখতে পারবেন না।

Advertisement

চিনে কেউ এখন অ্যাপলের নিউজ অ্যাপ খুললে দেখতে পাচ্ছেন, একটি ‘এরর মেসেজ’। তাতে লেখা থাকছে, ‘‘এখন রিফ্রেশ করা যাচ্ছে না। আপনার এলাকায় এই নিউজ অ্যাপ কাজ করছে না।’’

অথচ, মার্কিন মুলুকের পর চিনই অ্যাপলের স্মার্টফোন ও অন্যান্য পণ্যের বিক্রি সবচেয়ে বেশি। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত চিনে প্রায় ১৪০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে অ্যাপল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement