International News

৪৪ নৌসেনাকে নিয়ে অতলান্তিকে নিখোঁজ সাবমেরিন

দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে উশুয়াইয়া নৌঘাঁটিতে রুটিন মিশনে গিয়েছিল আরা সান হুয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১১:০১
Share:

নিখোঁজ হয়ে যাওয়া সেই সাবমেরিন। ছবি: সংগৃহীত।

এখনও পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্তিনার নৌবাহিনীর সাবমেরিন ‘আরা সান হুয়ান’-এর। দেশের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়ার আগে স্যাটেলাইট ফোন থেকে সাতটি বার্তা আসে। সেই স্যাটেলাইট বার্তা কি ওই সাবমেরিন থেকেই এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: আত্মঘাতী জঙ্গিকে জড়িয়ে ধরলেন ইনি, বাঁচালেন বহু জনকে

পাশাপাশি, মন্ত্রক এটাও জানিয়েছে, ওই স্যাটেলাইট বার্তা কোনও ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে উশুয়াইয়া নৌঘাঁটিতে রুটিন মিশনে গিয়েছিল আরা সান হুয়ান। ওই সাবমেরিনে ছিলেন ৪৪ জন ক্রু মেম্বার। রুটিন মিশন শেষে রাজধানী বুয়েনস আইরেসের নৌঘাঁটিতে ফিরছিল। কিন্তু গত বুধবার থেকেই আর কোনও যোগাযোগ করা যায়নি সাবমেরিনটির সঙ্গে। নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত আরা সান-এর অবস্থান ছিল আর্জেন্তিনার দক্ষিণ অতলান্তিক উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে।

Advertisement

আরও পড়ুন: পর্যটনে বাজি বাজপাখির হাসপাতাল

আর্জেন্তিনার পাশাপাশি সাবমেরিনের খোঁজে নেমেছে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। কিন্তু দক্ষিণ অতলান্তিকে ঝড়ের কারণে অনুসন্ধান চালাতে অসুবিধা হচ্ছে বলে মার্কিন নৌবাহিনী সূত্রে খবর। আর্জেন্তিনা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সমুদ্রপথে অনুসন্ধান চালাচ্ছে মার্কিন সেনারা। চিলে ও দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, পেরু, ব্রাজিল এবং ব্রিটেনও উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। অত্যাধুনিক স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে অবস্থান জানার চেষ্টা চলছে বলে আর্জেন্তিনার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে। হঠাত্ করে সাবমেরিনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে নানা জল্পনাও দানা বাঁধতে শুরু করেছে। তবে সে সব জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ আর্জেন্তিনা সরকার।

জার্মানির তৈরি এই সাবমেরিনটি ১৯৮৩-তে আর্জেন্তিনার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। টিআর-১৭০০ শ্রেণির সাবমেরিন আরা সান হুয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন