চিনকে আশ্বাস দিয়ে এল বিজেপির দল

পাকিস্তানের নাম না করে যা বোঝানোর বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫০
Share:

—ফাইল চিত্র।

জম্মু এবং কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত শুনে ফোঁস করে উঠেছিল ‘ড্রাগন’। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেজিংয়ে গিয়ে চিনা বিদেশমন্ত্রীকে বোঝান, ভারতের অন্য রাষ্ট্রের জমি দখলের অভিপ্রায় নেই। তাতে কাজ হয়েছে কি না, স্পষ্ট নয়। এ বার বিজেপির একটি প্রতিনিধি দল চিনে গিয়ে একই ভাবে আশ্বস্ত করার চেষ্টা করল সে দেশের কমিউনিস্ট পার্টিকে।

Advertisement

বিজেপি সচিব অরুণ সিংহের নেতৃত্বে ১১ জনের দলটি কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করে সদ্য ফিরেছে। বৈঠকে উঠেছিল ৩৭০ অনুচ্ছেদের প্রসঙ্গও। বিজেপি নেতৃত্ব চিনা কমিউনিস্ট পার্টিকে জানিয়েছে, ‘একটি দেশের উচিত অন্য দেশের স্পর্শকাতরতা এবং আশা আকাঙ্ক্ষাকে সম্মান করা’। কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে কোনও দেশের ভূখণ্ডে পরিবর্তন হয়নি।

বিজেপির পক্ষ থেকে এও বলা হয়েছে যে, ‘যদি চিন কোনও দেশের পক্ষ নিয়ে সন্ত্রাস প্রচারে সাহায্য করে তা হলে তা ভারতের আবেগকে আহত করবে।’ পাকিস্তানের নাম না করে যা বোঝানোর বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement