International News

‘কাশ্মীর ইস্যুতে আফগানিস্তানকে জড়াবেন না’, ভারত-পাকিস্তানকে বার্তা তালিবানের

জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে সে দেশের বিরোধী দলনেতা শেহবাজ শরিফ আফগানিস্তানের সঙ্গে তুলনা টেনেছিলেন। বলেছিলেন, ‘‘এটা কী হল? কাবুলেও তো শান্তিতে থাকতে পারেন আফগানরা। কিন্তু কাশ্মীরে রক্ত ঝরে। তাই এটা (৩৭০ ধারা রদ) আমরা মেনে নিতে পারি না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ১৫:৩৮
Share:

তালিবান জঙ্গি। -ফাইল ছবি

জম্মু-কাশ্মীর ইস্যুতে আফগানিস্তানকে জড়াবেন না। প্রতিবেশী দু’টি দেশকেই এই বার্তা দিল তালিবান। বৃহস্পতিবার তালিবানের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রেষারেষির সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতিকে এক ভাবে দেখাটা উচিত নয়। সেই রেষারেষিতে আফগানিস্তানকে জড়ানোটাও ঠিক নয়। যাতে ওই রেষারেষির জেরে ‘ভারতীয় উপমহাদেশে হিংসা ও একে অন্যকে টক্কর দেওয়ার প্রতিযোগিতা’ ছড়িয়ে না পড়ে, তালিবানের তরফে সেই অনুরোধও জানানো হয়েছে ভারত ও পাকিস্তানকে।

Advertisement

জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে সে দেশের বিরোধী দলনেতা শেহবাজ শরিফ আফগানিস্তানের সঙ্গে তুলনা টেনেছিলেন। বলেছিলেন, ‘‘এটা কী হল? কাবুলেও তো শান্তিতে থাকতে পারেন আফগানরা। কিন্তু কাশ্মীরে রক্ত ঝরে। তাই এটা (৩৭০ ধারা রদ) আমরা মেনে নিতে পারি না।’’

কাবুলের আনাদোলু সংবাদ সংস্থার খবর, এ ব্যাপারে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহেদ। সেই বিবৃতিতে মুজাহেদ বলেছেন, ‘‘কেউ কেউ যে কাশ্মীর ইস্যুর সঙ্গে আফগানিস্তানের সমস্যাকে এক ভাবে দেখার চেষ্টা করছেন, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ, কাশ্মীর ইস্যুর সঙ্গে আফগানিস্তান জড়িত নয়। পাশাপাশি, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের রেষারেষিতে আফগানিস্তানকে টেনে আনাও উচিত নয়।’’

Advertisement

আরও পড়ুন- কাশ্মীর নিয়ে হস্তক্ষেপের পাক দাবিতে কান দিল না রাষ্ট্রপুঞ্জ, দু’দেশকেই সংযত থাকার আর্জি​

আরও পড়ুন- তালিবানের সঙ্গে বৈঠক, মানল চিন​

তালিবানের ওই বিবৃতির পর কাবুলে পাকিস্তান দূতাবাসের তরফেও জানানো হয়, কাশ্মীর নিয়ে ভারত-পাক রেষারেষির কোনও প্রভাব পড়বে না আফগানিস্তানে শান্তি ফেরানোর প্রয়াসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement