অল্পের জন্য রক্ষা বিমানের

অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়াল এশিয়ানা এয়ারওয়েজের একটি বিমান। দক্ষিণ কোরিয়ার এয়ারবাস এ৩২০ গত কাল রাতে হিরোশিমা বিমানবন্দরে নামার সময়ই বিপত্তি বাধে। বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ৮ জন বিমানকর্মী এবং ৭৩ জন যাত্রী নিয়ে ওই বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০২:২০
Share:

অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়াল এশিয়ানা এয়ারওয়েজের একটি বিমান। দক্ষিণ কোরিয়ার এয়ারবাস এ৩২০ গত কাল রাতে হিরোশিমা বিমানবন্দরে নামার সময়ই বিপত্তি বাধে।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ৮ জন বিমানকর্মী এবং ৭৩ জন যাত্রী নিয়ে ওই বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। রাত আটটা নাগাদ হিরোশিমা বিমানবন্দরে নামার সময় রানওয়েতে পিছলে গিয়ে বিমানটি যোগাযোগের টাওয়ারে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। তবে তাঁদের আঘাত মারাত্মক নয়।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সম্ভবত এয়ারবাস এ৩২০ অবতরণের সময় রানওয়েতে কোনও বস্তুকে ধাক্কা মেরেছিল। পাশাপাশি, ওই এয়ারবাসের লেজের অংশটি রানওয়েতে ছুঁয়ে গিয়েছিল। এর জেরে বিমানটির পিছনের অংশ এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নামার সময় এয়ারবাসটি কিছুটা দূরে একটি গেটের মতো বস্তুতে ধাক্কা মারছে। সেটি ঘুরে কয়েকশো মিটার দূরে পাশের ঘাস জমিতে গিয়ে থেমে যাচ্ছে।

Advertisement

তবে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিমান আরোহীদের মধ্যে। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, তাঁরা বিমানের ইঞ্জিনে আগুন জ্বলতেও দেখেছেন। এর পর কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানের ভিতরের অংশ। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় বিমানের আপৎকালীন দরজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement