ভয়াল সন্ত্রাসে রক্তাক্ত প্যারিস, হত অন্তত ১২০

শার্লি এবদোর পর ফের ভয়াবহ জঙ্গি হানায় রক্তাক্ত প্যারিস। এলোপাথাড়ি গুলি আর একের পর এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০৮:৩৬
Share:

শার্লি এবদোর পর ফের ভয়াবহ জঙ্গি হানায় রক্তাক্ত প্যারিস। এলোপাথাড়ি গুলি আর একের পর এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আহত বহু মানুষ। শহরের বিভিন্ন অংশে রেস্তোরাঁ, বার ও একটি কনসার্ট হলে আক্রমণ চালিয়েছে সন্ত্রাসবাদীরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ওলান্দে দেশজুড়ে এমার্জেন্সির নির্দেশ দিয়েছেন। নামানো হয়েছে সেনা।

Advertisement

শুক্রবার রাতে প্রথম বিস্ফোরণ হয় প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামের বাইরে। সেখানে তখন ফ্রান্স-জার্মানি প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। স্টেডিয়ামে হাজির ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ। কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের কাছে একটি বারে হামলা চালায় বন্দুকবাজরা। এই হামলার এক ঘণ্টার মধ্যেই ল্যুভর মিউজিয়াম সংলগ্ন একটি শপিং সেন্টারেও গুলির খবর আসে। সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে বাটাক্ল্যান কনসার্ট হলে। সেখানে শুরুতেই শতাধিক দর্শককে পণবন্দি করে নেয় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের মতে, পণবন্দিদের অনেককেই জঙ্গিরা একে একে গুলি করে মার ছিল। এরপরই সেখানে অভিযান চালায় সেনা। সেনা অভিযানের মাঝেই কনসার্ট হলে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে পাল্টা সেনা অভিযানে সন্দেহভাজন ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেখুন গ্যালারি: ক্যামেরাবন্দি আতঙ্কের প্রহর

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন