International News

বিস্ফোরণে কাঁপল মসজিদ, নিহত ১৩

চার বছর পরে ফের ভোট। সেই ভোটের প্রস্তুতির মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এ দিন পূর্ব খোস্ট প্রদেশের রাজধানী খোস্ট শহরের একটি মসজিদে ভোটের রেজিস্ট্রেশন চলাকালীন এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত প্রায় ৩১ জন। অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১২:৪৬
Share:

রক্তাক্ত: হামলায় জখম ব্যক্তি। খোস্টের হাসপাতালে। ছবি: এএফপি।

চার বছর পরে ফের ভোট। সেই ভোটের প্রস্তুতির মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এ দিন পূর্ব খোস্ট প্রদেশের রাজধানী খোস্ট শহরের একটি মসজিদে ভোটের রেজিস্ট্রেশন চলাকালীন এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত প্রায় ৩১ জন। অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

গত ১৪ এপ্রিল ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তার পর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এই নিয়ে সাত বার হামলা চলল। কারণ প্রথম থেকেই তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ভোট না হতে দেওয়ার হুমকি দিয়ে আসছে। দু’সপ্তাহ আগেই কাবুলের একটি রেজিস্ট্রেশন কেন্দ্রে হামলা হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ৬০ জন। আহত হয়েছিলেন ১২৯ জন।

খোস্টের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল জানিয়েছেন, রবিবার দুপুরে ওই মসজিদে প্রার্থনা ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য জড়ো হন মানুষজন। সেই সময় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তে রক্তাক্ত হয় বিস্ফোরণস্থল। কোনও আত্মঘাতী জঙ্গি এই বিস্ফোরণ ঘটায়নি বলেই প্রাথমিক ভাবে অনুমান। মনে করা হচ্ছে, মসজিদের ভিতরে একটি তাঁবুতে রাখা ছিল আইইডি। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement