International

মঞ্চের সামনেই তরুণীর যৌন হেনস্থা, গান থামিয়ে উদ্ধার করলেন আতিফ

অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনে যৌন হেনস্থার শিকার হতে হচ্ছিল এক তরুণীকে। দেখতে পেয়ে গান থামিয়ে দিলেন আতিফ আসলাম। দর্শকাসনের সামনে গিয়ে হেনাস্থাকারীদের হাত থেকে উদ্ধার করলেন নির্য়াতিতাকে। পাকিস্তানের জিও নিউজ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৩:৫০
Share:

গান থামিয়ে দিয়ে তরুণীকে উদ্ধার করছেন আতিফ। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনে যৌন হেনস্থার শিকার হতে হচ্ছিল এক তরুণীকে। দেখতে পেয়ে গান থামিয়ে দিলেন আতিফ আসলাম। দর্শকাসনের সামনে গিয়ে হেনাস্থাকারীদের হাত থেকে উদ্ধার করলেন নির্য়াতিতাকে। পাকিস্তানের জিও নিউজ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও।

Advertisement

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী তথা বন্দর শহর করাচিতে শনিবার আতিফ আসলামের অনুষ্ঠান ছিল। ‘করাচি ইট ২০১৭’ অনুষ্ঠানে এ বছর অন্যতম প্রধান শিল্পী ছিলেন আতিফ। ভারত-পাকিস্তান দু’দেশেই সমান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। আতিফের অনুষ্ঠান উপলক্ষে জমজমাট ছিল এরিনা। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, এরিনার একেবারে সামনের সারিতে দাঁড়িয়েই একটি মেয়েকে হেনস্থা করছিল এক দল তরুণ। আতিফ নিজের পারফর্ম্যান্সের মাঝেই বিষয়টি লক্ষ্য করেন। তার পর আচমকা গান থামিয়ে দেন তিনি। মিউজিকও বন্ধ করে দিতে বলেন। তার পর এগিয়ে যান মঞ্চের সামনে। কয়েকজন তরুণের দিকে আঙুল তুলে আতিফ প্রশ্ন করেন, ‘‘জীবনে কখনও মেয়েদের দেখনি তোমরা?’’ আতিফ নাকি ওই যুবকদের আরও বলেন, ‘‘এখানে আজ তোমাদের মা বা বোনও থাকতে পারতেন।’’

দেখুন সেই ভিডিও:

Advertisement

অনুষ্ঠান থামিয়ে আতিফ মঞ্চের সামনে চলে যাওয়ায় হইচই পড়ে যায়। আয়োজকরা ছুটে যান। ছুটে যান অনুষ্ঠান প্রাঙ্গণে মোতায়েন বাউন্সার এবং বেসরকারি নিরাপত্তারক্ষীরাও। আতিফ বাউন্সারদের বলেন, ওই তরুণকে মঞ্চে তুলে নিতে। তাঁরা দ্রুত ওই তরুণীকে মঞ্চে তুলে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

আরও পড়ুন: যৌন নির্যাতনের অভিযোগ, নিজের আত্মহত্যার লাইভ স্ট্রিমিং করল ১২ বছরের কিশোরী

এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না, পাক সংবাদমাধ্যম তা জানায়নি। কেউ গ্রেফতার হয়েছে কি না, তাও জানা যায়নি। তবে আতিফ আসলামের এই ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement