Fish

অদ্ভুত দর্শনের এই জলজ প্রাণী মাছ না অন্য কিছু?

অ্যান্ড্রু জানিয়েছেন,এরকম জীব তিনি আগে কখনও দেখেননি। মাছটিকে পরে হুক থেকে আলাদা করে ফের তাঁকে জলে ছেড়ে দেন তিনি ৷

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৫:৫৪
Share:

মাছ ধরতে গিয়ে এই প্রাণী পেয়েছিলেন অ্যান্ড্রু রোজ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

মাছ ধরছিলেন অ্যান্ড্রু রোজ। হঠাৎ জালে এমন একটা মাছ উঠল, যা দেখে চক্ষু চড়কগাছ তাঁর। বিরল প্রজাতির মাছটিকে দেখে প্রথমে তিনি বুঝেই উঠতে পারেননি এটা মাছ,নাকি অন্য কিছু? ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নর্থ টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে।

Advertisement

মাছের মতো দেখতে ওই প্রাণীটি দেহ প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা। কালো রঙের লিকলিকে দেহের ওই প্রাণীর মুখটা চ্যাপ্টা। কিন্তু মুখে না আছে কোনও চোখ, না আছে মুখগহ্বর। অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু রোজের বড়শি মধ্যে বিঁধেছিল সেটি। অ্যান্ড্রু জানিয়েছেন, এ রকম জীব তিনি আগে কখনও দেখেননি। মাছটিকে পরে হুক থেকে আলাদা করে ফের তাঁকে জলে ছেড়ে দেন তিনি ৷

তবে আজব প্রাণীটির ছবি তুলে রাখতে ভোলেননি অ্যান্ড্রু ৷

Advertisement

ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয়েছে অদ্ভুত দর্শন ওই প্রাণীটির ছবি। অ্যান্ড্রুর পোস্টেই অনেকে মাছটি সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন। কেউ লিখেছেন, ‘‘এই মাছটি ক্ষতিকর নয়।কাঁচের মতো স্বচ্ছ দাঁত আছে এদের।’’ কেউ লিখেছেন, ‘‘এদের চোখ নেই। এরা কাদার ভিতর থাকে।তাই এদের খুব একটা দেখা মেলে না।’’

আরও পড়ুন: মৃত্যুর সব জল্পনা উড়িয়ে হুমকি অডিয়ো প্রকাশ মাসুদ আজহারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন