Iran-Israel Conflict

‘বড় ভুল করে ফেলেছে, ইরান তার শাস্তি দিয়ে যাচ্ছে’! নাম না করেই ইজ়রায়েলকে আক্রমণ আয়াতোল্লা আলি খামেনেইয়ের

তাৎপর্যপূর্ণ ভাবে রবিবারের বার্তায় আমেরিকা সম্পর্কে কোনও বাক্য ব্যয় করেননি খামেনেই। তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেননি। নিশানা করেছেন ‘চিরন্তন শত্রু’ ইজ়রায়েলকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ০৮:৪৬
Share:

আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

ফের ইজ়রায়েলকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি সরাসরি ইজ়রায়েলের নাম করেননি। তবে তাঁর নিশানায় যে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ, তা স্পষ্ট করে দেন খামেনেই। বলেন, “শাস্তি দেওয়ার কাজ চলবে। জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী ভাবাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। তারা বড় ধরনের অপরাধ করেছে। শাস্তি পেতেই হবে তাদের। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে।”

Advertisement

শনিবার গভীর রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফোরডো, নাতান্‌জ় এবং ইসফাহানে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। হামলার পরে ট্রাম্প দাবি করেছিলেন, তিন কেন্দ্রই ধ্বংস ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবি সপক্ষে সে রকম কোনও তথ্যপ্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। পরে আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের আধিকারিকেরা রবিবার সকালে (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী) জানিয়েছেন, তিন পরমাণুকেন্দ্রেরই বড় ক্ষতি হয়েছে। কিন্তু ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা বুঝতে আরও সময় লাগবে।

হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতাকে খর্ব করতে এবং পরমাণু হামলার ঝুঁকি এড়াতেই তিনি ওই তিন কেন্দ্রে আকাশপথে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। স্বাভাবিক ভাবেই আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইজ়রায়েল। তাৎপর্যপূর্ণ ভাবে রবিবারের বার্তায় আমেরিকা সম্পর্কে কোনও বাক্য ব্যয় করেননি খামেনেই। ন’টি পরমাণুকেন্দ্রে হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেননি। নিশানা করেছেন কেবল ‘চিরন্তন শত্রু’ ইজ়রায়েলকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement