ব্যাঙ্কক বিস্ফোরণ

ব্যাঙ্কক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত বাংলাদেশ থেকে নয়াদিল্লি ও আবু ধাবি হয়ে তুরস্কে পালিয়েছে বলে ধারণা তাইল্যান্ড পুলিশের। ব্রহ্ম মন্দিরের সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৭
Share:

ব্যাঙ্কক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত বাংলাদেশ থেকে নয়াদিল্লি ও আবু ধাবি হয়ে তুরস্কে পালিয়েছে বলে ধারণা তাইল্যান্ড পুলিশের। ব্রহ্ম মন্দিরের সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণের মূল পরিকল্পনা যার, সেই আবু দুস্তার আবদুলরহমান ওরফে ইজান চিনের উইঘুর জনগোষ্ঠীর সদস্য। এই জনগোষ্ঠীর একাংশ দীর্ঘ দিন ধরে চিনা সরকারের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত। রবিবার ওই সন্দেহভাজন জঙ্গির একটি ছবিও প্রকাশ করেছে তাই পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement