Bangladesh Situation

বাংলাদেশে চালু হল নতুন নোট, সরে গেল শেখ মুজিবরের ছবি!

বাংলাদেশে বর্তমানে সব নোটেই মুজিবর রহমানের ছবি রয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুজিবরের ছবি থাকার কারণে নতুন নোট ছাপানো বন্ধ রয়েছে। এ অবস্থায় নতুন নকশার নোট বাজারে আনল বাংলাদেশ ব্যাঙ্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৯:৫৭
Share:

শেখ মুজিবর রহমানের ছবি রাখা হয়নি বাংলাদেশে নতুন নকশার নোটে। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের নতুন নোট থেকে সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি! রবিবার থেকেই নতুন নোট বিলি করা শুরু করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। প্রাথমিক ভাবে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট তৈরি করা হয়েছে। সেগুলির কোনওটিতেই মুজিবরের ছবি নেই। সোমবার থেকে ঢাকায় ব্যাঙ্কের শাখাগুলিতে নতুন নকশার নোট পাবেন বাংলাদেশি জনতা।

Advertisement

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, গত বছরের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাঙ্ক। এত দিন সব নোট এবং কয়েনে মুজিবরের ছবি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল, সেগুলিও বাজারে ছাড়া বন্ধ করে দেওয়া হয়। ফলে বাংলাদেশের বাজার ছেঁড়াফাটা এবং পুরনো নোটে ছেয়ে যেতে থাকে। এই অবস্থায় নতুন নকশার নোট বাজারে আনল বাংলাদেশ ব্যাঙ্ক।

বাংলাদেশে সব নোটেই মুজিবের ছবি রয়েছে। ১০০০ টাকার পুরনো নোটের সামনের দিকের বাঁ পাঁশে রয়েছে তাঁর ছবি। নোটে বেগুনির পাশাপাশি ঈষৎ হলদে রঙেরও ছোঁয়া ছিল। তবে নতুন নোটে বেগুনি রঙের আধিক্য রয়েছে। বঙ্গবন্ধুর ছবি বাদ যাওয়া নতুন নকশার নোটে বাঁ দিকে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি। ৫০ টাকার পুরনো নোটেও সামনের দিকে বাঁ পাশে মুজিবরের ছবি রয়েছে। নতুন নকশার নোটে সেখানে রয়েছে আহসান মঞ্জিলের ছবি। ২০ টাকার নতুন নোটের সামনের দিকের বাঁ পাশে মুজিবরের ছবির জায়গায় রয়েছে কান্তজিউ মন্দিরের ছবি।

Advertisement

রবিবার বাংলাদেশ ব্যাঙ্কের শাখা অফিসের বাইরে ১০টি ব্যাঙ্ককে নতুন নকশার নোট দেওয়া হয়েছে। সোমবার বাকি ব্যাঙ্কগুলিকেও নতুন নোট দেওয়া হবে। বাংলাদেশের বাজারে নতুন নোট বাজারে এসে গেলেও মুজিবের ছবি-সহ ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোট বাতিল হচ্ছে না। বাংলাদেশ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব নোট এবং কয়েন সচল থাকবে। তবে মুজিবের ছবি-সহ দেওয়া নোট ছাপানো বন্ধ থাকার ফলে সেগুলি ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হতে পারে বলেও অনুমান করছেন অনেকে।

বস্তুত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল সে দেশে। তখনও অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। সবে দেশ ছেড়েছেন হাসিনা। সেই উত্তাল পরিস্থিতিতে ভেঙে ফেলা হয় শেখ মুজিবর রহমানের মূর্তি। হাতুড়ি দিয়ে একের পর এক ঘা বসানো হয় মুজিবরের মূর্তিতে। পরে বিভিন্ন সরকারি দফতর থেকেও সরিয়ে ফেলা হয় তাঁর ছবি। এ বার বাংলাদেশের ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট থেকেও মুজিবের ছবি সরিয়ে ফেলা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement