Chinmoy Krishna Das

আরও বিপাকে চিন্ময়! রাষ্ট্রদ্রোহ, আইনজীবী হত্যার পর আরও এক মামলায় পুলিশের আবেদন মঞ্জুর

চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় পতাকার অবমাননা মামলায় গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন তিনি। অন্য এক মামলায় পুলিশের আবেদন মঞ্জুর হল আদালতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৩:২২
Share:

বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। —ফাইল চিত্র।

বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় পুলিশের আবেদনে সাড়া দিল চট্টগ্রামের আদালত। পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সেই আবেদন আদালত মঞ্জুর করেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এই খবর জানিয়েছে।

Advertisement

চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় পতাকার অবমাননা মামলায় গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে জেলে বন্দি রয়েছেন তিনি। কিছু দিন আগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন মঞ্জুর করে ঢাকার আদালত। কিন্তু অন্য মামলায় পুলিশ আবেদন করলে আবার জামিন স্থগিত হয়ে যায়। তাঁর জামিনের মামলাকে কেন্দ্র করেই গত ২৬ নভেম্বর উত্তাল হয়ে উঠেছিল চট্টগ্রাম আদালত চত্বর। অভিযোগ, আইনজীবী সইফুল ইসলামকে পিটিয়ে খুন করা হয় আদালত চত্বরেই। এ ছাড়াও সে দিন আদালত চত্বরে পুলিশের উপর হামলা এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সব মিলিয়ে সে দিনের ঘটনায় মোট ছ’টি মামলা হয়। এখনও ২১ জন গ্রেফতার রয়েছেন।

এর আগে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যা মামলায় পুলিশকে জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল বাংলাদেশের আদালত। ঢাকার পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দীন প্রথম আলোকে বলেছেন, ‘‘বন্দি চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই মামলাতে কারা ফটকে গিয়ে চিন্ময়কে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী। আদালত তা মঞ্জুর করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement