Dhaka University

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলোপাথাড়ি কোপানো হল ছাত্রনেতাকে! ঘটনাস্থলেই মৃত্যু

নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১০:২৪
Share:

নিহত শাহরিয়ার আলম সাম্য (২৫)। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রনেতাকে কুপিয়ে খুন! মঙ্গলবার রাতে ঢাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশে ঘটনাটি ঘটে। আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই পড়ুয়া। রাত ১২টা নাগাদ রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্যর এএফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ছাত্র সংগঠনের নেতা শাহরিয়ার। স্যর এএফ রহমান হলের সহযোগী অধ্যাপক মাহফুজ়ুল হক মঙ্গলবার গভীর রাতে ‘প্রথম আলো’কে বলেন, ‘‘ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়েছে। আমরা এখন হাসপাতালে রয়েছি।’’

Advertisement

তবে যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধন্দ রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন শাহরিয়ার। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই যুবক শাহরিয়ারকে ধারালো ছুরি বার করে কোপাতে শুরু করেন বলে অভিযোগ। তার পর সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। ঢাকা মেডিক্যাল পুলিশফাঁড়ির পরিদর্শক মহম্মদ ফারুক ‘প্রথম আলো’কে জানিয়েছেন, নিহতের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement