খালেদা জমানার দুই মন্ত্র্রীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণদণ্ডের রায় দিয়েছিল ২০১৩ সালে। ওই বছরের জুলাই মাসে একই আদালত আলি আহসান মহম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের রায় শোনায়। এর পর এ বছরের জুন এবং জুলাই মাসে তাঁদের দু’জনেরই ওই ফাঁসির সাজা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। বুধবার সেই সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে। এর ফলে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী কার্যকলাপের অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামির সাধারণ সম্পাদক মুজাহিদ-এর মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনি কোনও বাধা থাকল না। তবে, এর পরেও তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিন্হার নেতৃত্বাধীন চার সদস্যের বিশেষ প্যানেল এ দিন এক মিনিটের ব্যবধানে দু’জনের আবেদন খারিজ করে দেয়। মঙ্গলবার মুজাহিদিনের আবেদন নিয়ে প্রায় তিন ঘণ্টা শুনানি হয়। এ দিন কাদের চৌধুরীর আবেদন নিয়ে শুনানি চলে ঘণ্টা দেড়েক। সালাউদ্দিনই প্রথম বিএনপি নেতা, ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে যাঁর ফাঁসি হতে চলেছে। এ দিনের রায়ে স্বাভাবিক ভাবেই খুশি গণজাগরণ মঞ্চ ও আওয়ামি লিগের সমর্থকেরা।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের প্রখ্যাত কবিরাজি ওষুধ সংস্থার মালিক নূতনচন্দ্র সিংহকে হত্যা, দু’-দু’টি গণহত্যায় মদত এবং হাটহাজারির আওয়ামি লিগ নেতা ও তাঁর ছেলেকে অপহরণ করে খুন করার অভিযোগ প্রমাণিত হয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে। সালাউদ্দিন কাদেরের বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তানি সেনার আশ্রয়দাতা। তাঁর বিরুদ্ধেও অসংখ্য খুনের অভিযোগ ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিবাহিনীর হাতে ধরা পড়েন ফজলুল। দেশ ছাড়েন সালাউদ্দিন। ১৯৭৫-এ শেখ মুজিবের মৃত্যুর পর তৎকালীন শাসক জিয়াউর রহমানের ছত্রচ্ছায়ায় দেশে ফিরে ফের রাজনীতিতে নামেন সালাউদ্দিন। বেশ ক’বার চট্টগ্রাম থেকেই সাংসদ নির্বাচিত হন। সুপ্রিম কোর্ট ফাঁসির রায় বহাল রাখার পর তা পুনর্বিবেচনার আবেদন জানান ৬৬ বছর বয়সি এই বিএনপি নেতা। এ দিন তা খারিজ হয়ে যাওয়ায় এ বার প্রাণভিক্ষার আর্জি জানাতে পারবেন রাষ্ট্রপতির কাছে।
অধ্যাপক এবং বুদ্ধিজীবী হত্যার প্রধান পরিকল্পক হিসেবে আলি আহসান মহম্মদ মুজাহিদের বিরুদ্ধে আদালতে তোলা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়। এর মধ্যে ১৯৭১-এ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু-হত্যা ও নিপীড়নের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই গ্রামের পুরুষদের সে দিন পিছমোড়া করে বেঁধে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। জামাতের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা ছিলেন মুজাহিদ। তিনি দলের বর্তমান সাধারণ সম্পাদক। খালেদা জিয়ার নেতৃত্বে বিগত জোট সরকারে তিনি সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ইতিহাস অনুযায়ী, ফরিদপুর রাজেন্দ্র কলেজে ছাত্রাবস্থায় ইসলামি ছাত্র সংঘে (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) যোগ দেন মুজাহিদ। ১৯৬৮ থেকে ৭০— এই দু’বছর তিনি ফরিদপুর জেলা ছাত্র সংঘের সভাপতি ছিলেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওই বছরই পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সম্পাদক হন। এর পর তিনি ছাত্র সংঘের সভাপতি এবং আল বদর বাহিনীর প্রধান পদেও কাজ করেন। এই সময়েই তিনি দুষ্কর্মগুলি করেন।