কয়লাখনি দুর্নীতির অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা শুরু করার নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে যাতে সব মামলা খারিজ করা হয়, সাত বছর আগে আদালতে সেই আবেদন জানিয়েছিলেন ওই বিরোধী দলনেত্রী। বৃহস্পতিবার আদালত সে আবেদন খারিজ করে ফের মামলা শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, নিজের শাসনকালে বড়পুকুরিয়া কয়লাখনির কাজকর্ম দেখার জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করেন খালেদা। তাতে সরকারের লোকসান হয়েছে প্রায় ১৫৯ কোটি টাকা। ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের তরফে খালেদা-সহ আরও পনেরো জনের বিরুদ্ধে অভিযোদ দায়ের করা হয়। তবে ১১ দিনের বিচারপ্রক্রিয়ার পর তাতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২০১২ সালে জামিনও নিয়ে নেন খালেদা। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানান, এই মামলায় খালেদা দোষী সাব্যস্ত হলে, তাঁর যাবজ্জীবন সাজাও হতে পারে।